দিল্লি, ২ অগাস্ট: গত সপ্তাহ থেকে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে জোর কদমে। যার মধ্যে ওড়িশায় শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশার বিভিন্ন প্রান্তে বৃষ্টির প্রবাব আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবেই ওড়িশার বিভিন্ন প্রান্তে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। ওড়িশার সুন্দরগড়, ঝাড়সুগুডা, সম্বলপুর-সহ একাধিক জায়গায় কোথাও লাল সতর্কতা আবার কোথাও জারি করা হয়েছে কমলা সতর্কতা।
ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিও হতে পারে জানিয়েছে মৌসম ভবন। ঝাড়খণ্ড এলবং বিহারেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।