
বেঙ্গালুরু, ১৯ মার্চ: কর্ণাটকে (Karnataka) তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে। ২০ মার্চ পর্যন্ত চলবে এই তাপপ্রবাহ। উত্তর কর্ণাটকের যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে আগামী ২০ মার্চ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
হাওয়া অফিসের (IMD) তরফে জানানো হয়, কর্ণাটকের কালাবুর্গিতে তাপমাত্রা ৪২.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে জানানো হয়েছে। ১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত এই এলাকায় তাপপ্রবাহ চলবে বলে আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়। সেই অনুযায়ী তাপমাত্রা ৪২ ডিগ্রি পার করে যায় বলে খবর।
কালাবুর্গির পাশাপাশি চিকমাগালুর, কোডাগু, চামারাজানাগর জেলাতেও তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। তবে মার্চের মাঝামাঝি সময় থেকেই প্রচণ্ড গরমে পুড়তে শুরু করেছে ওই সমস্ত এলাকা।
অন্ধপ্রদেশেও (Andhra Pradesh) জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ১৮ মার্চ থেকে অন্ধ্রপ্রদেশের ৫৮টি মণ্ডলে দাবদাহ চলছে।
ওড়িশাও (Odisha) পুড়তে শুরু করেছে প্রচণ্ড গরমে। তবে আর কয়েকদিনের মধ্যে ওড়িশায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে।