নতুন দিল্লি, ১৩ অগাস্ট: পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয় সহ উত্তর -পূর্ব ভারতে আজ থেকে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (IMD)। আগামী দু'দিন পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম -মধ্য ও তৎসংলগ্ন উত্তর -পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে তা নিম্নচাপ পরিণত হবে। এর ফলে ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, বিদর্ভ এবং ছত্তিশগড়েও ব্যাপক বৃষ্টি হবে।

এদিকে, বুধবার রাতে কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে রাজ্যের অন্যান্য অংশে মাঝে মাঝেই বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় করোনার গ্রাসে ৪০, ১২০ জন, মুম্বইয়ে ডেল্টা প্লাস আক্রান্তের মৃত্যু

কলকাতার পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কালিপংয়ে ও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেইসঙ্গে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।