নতুন দিল্লি, ১৩ আগস্ট: তৃতীয় ঢেউ, ডেল্টা প্লাস ভীতির মধ্যেই করোনার দৈনিক সংক্রমণে অস্থিরতা বিদ্যমান৷ আজ কমলেও পরের দিন দ্বিগুণ বাড়ছে নতুন রোগী৷ গতকাল সারাদিনে মারণ রোগের কবলে পড়লেন (Coronavirus Cases In India) ৪০ হাজার ১২০ জন৷ ছাড়া পেয়েছেন ৪১ হাজার ২৯৫ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনার বল ৫৮৫ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮২৬৷ ইতিমধ্যে করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৩ লাখ ২ হাজার ৩৪৫ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৩০ হাজার ২৫৪৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৮৫ হাজার ২২৭টি৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৫২ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৯৫৬ জন৷ এর মধ্যে শুধু গতকাল টিকা নিয়েছেন ৫৩ লাখ ৩১ হাজার ৫৭৪ জন৷ আরও পড়ুন-West Bengal Monsoon: দিনভর বর্ষণ মুখর উত্তরবঙ্গ, মেঘলা আকাশে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ
India reports 40,120 new #COVID19 cases, 42,295 recoveries & 585 deaths in the last 24 hrs, as per Union Health Ministry.
Total cases: 3,21,17,826
Total recoveries: 3,13,02,345
Active cases: 3,85,227
Death toll: 4,30,254
Total vaccinated: 52,95,82,956 (57,31,574 in last 24 hrs) pic.twitter.com/UON8OyTLU5
— ANI (@ANI) August 13, 2021
এত কিছুর মধ্যে প্রথম মুম্বইতে ডেল্টা প্লাসে আক্রান্ত রোগিণীর মৃত্যু হল৷ এনিয়ে মহারাষ্ট্রে ডেল্টা প্লাসের বলি ২৷ জানা গেছে গত ২৭ জুলাই মহিলা মারা যান৷ তাঁর বয়স ৬৩ বছর৷ কোভিড প্রতিষেধকের দুটি ডোজই নিয়েছিলেন তিনি৷ গত ২১ জুলাই তাঁর শরীরের করোনার জীবাণু ধরা পড়ে৷ এমনিতে ডায়াবিটিস-সহ বেশকিছু জটিল অসুখে ভুগছিলেন তিনি৷ স্টেরয়েড, রেমডিসিভির, অক্সিজেন সাপোর্ট, কোনও কিছুই তাঁকে বাঁচাতে পারেনি৷ মুম্বইয়ে যে সাতজন ডেল্টা প্লাসে আক্রান্ত রয়েছেন, তাঁদের একজন এই মহিলা৷ তাঁর শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল৷ রিপোর্টও এসে পৌঁছেছে মহারাষ্ট্রের স্বাস্থ্যদপ্তরের হাতে৷ মৃত মহিলার পরিবারের আরও দুই সদস্য ডেল্টা প্লাসে আক্রান্ত৷ এর আগে রত্নগিরিতে ৮০ বছরের এক বৃদ্ধা করোনায় মারা যান৷ তিনিও ডেল্টা প্লাসে আক্রান্ত ছিলেন৷