বেঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর: অমিত শাহের (Amit Shah) প্রস্তাব ধোপে টিকল না, না বলে দিলেন ইয়েদুরাপ্পা। হিন্দির বিরোধিতায় এবার সরব বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। যতই বিজেপির দৌলতে মুখ্যমন্ত্রী হোন না কেন হিন্দির সঙ্গে যে কোনও রকম আপোষ করা হবে না, তা এবার স্পষ্ট করে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (Karnataka CM BS Yediyurappa)। সম্প্রতি হিন্দি দিবসের ভাষণে, হিন্দি ভাষাকে দেশের রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পর থেকেই বিরোধিতার সুর উঠেছে গোটা দেশে। সব থেকে বেশি বিরোধিতা দক্ষিণ ভারতেই। এবার সেই দক্ষিণে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীও বিরোধীদের সঙ্গে গলা মেলালেন।
এর আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান এই এক ভাষা এক রাষ্ট্রের তীব্র বিরোধিতা করেছেন। এদিন টুইটে ইয়েদুরাপ্পা লেখেন, “আমাদের দেশের সমস্ত সরকারি ভাষাই সমান। যাইহোক, কর্ণাটক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কন্নড় হল মূল ভাষা। তার গুরুত্বের সঙ্গে আমরা কখনও আপোষ করব না এবং কন্নড় ভাষা এবং রাজ্যের সংস্কৃতি তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” একইভাবে অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানও। তিনিও টুইট করে বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য, ভারত প্রজাতন্ত্র হওয়ার সময়েই আমরা শপথ নিয়েছিলাম। এখন কোনও শাহ, সুলতান বা সম্রাটই সেই শপথ ভাঙতে পারবেন না।” আরও পড়ুন-‘কোনও শাহ সুলতান আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে পারবে না’, অমিত শাহের হিন্দি প্রতিষ্ঠার বিরোধিতায় গর্জে উঠলেন কমল হাসান
All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019
উল্লেখ্য, দক্ষিণের রাজ্যগুলি বরাবরই হিন্দি ভাষার ব্যবহার পছন্দ করে না। অনেকেই হিন্দিকে উত্তর ভারতের চাপিয়ে দেওয়া ভাষা বলে মনে করে। এই বিরোধিতায় যোগ দিয়েছে বিরোধী দল কংগ্রেস এবং বামেরা। এই ইস্যুতে যোগ দিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “হিন্দি দেশকে একত্রিত করতে পারে, এমন দাবি অবান্তর।” টুইটে তিনি লেখেন, “ওই ভাষাটি বেশীরভাগ ভারতীয়েরই মাতৃভাষা নয়। তাদের অনুগত করে তোলার জন্যই হিন্দি চাপিয়ে দেওয়ার পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, অহিন্দিভাষীদের মাতৃভাষার বিরুদ্ধে যুদ্ধের ডাক।” গত শনিবারই হিন্দিকে রাষ্ট্র ভাষা করার ডাক দিয়েছিলেন অমিত শাহ, আর তারপর থেকেই বিজেপির বিরোধিতায় সরব বিজেপি নেতারাই।