Sanjay Raut (Photo Credit: Twitter)

মুম্বই, ৫ জুলাই: ভারতীয় রাজনীতিতে অন্যতম সবচেয়ে বড় দলীয় বিদ্রোহ ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinbde)। কুর্সিতে বসার পর আস্থা ভোটেও অনায়াসে জিতেছেন একনাথ। দলের ৩৯ জন বিধায়ককে ভাঙিয়ে, দলের প্রধান তথা মুখ্যমন্ত্রীর আসন কেড়ে নিজে কুর্সিতে বসার নজির এর আগে ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে ঘটেনি। শুধু মুখ্যমন্ত্রীর আসন নয়, উদ্ভব ঠাকরের কাছ থেকে এখন শিবসেনা ছিনিয়ে নেওয়ারও পরিকল্পনা করছেন একনাথ শিন্ডে। শিবসেনা আসলে এখন তাঁর, এবং দলের ৩৯জন বিধায়কের এমন দাবিও করছেন তিনি।

গত কয়েকদিন ধরে একনাথ শিন্ডের কাছে বসে বসে গোল খেয়েছে শিবসেনার উদ্ভব ঠাকরে শিবির। উদ্ভব শিবিরের শিবসেনা নেতা তথা মুখপাত্র সঞ্জয় রাউত এবার মুখ খুললেন। আস্থা ভোটে ৯৯-১৬৪তে হারের পরদিন সঞ্জয় রাউত বলেন, "আমরা এখনও আশা করছি আমাদের দল থেকে যাদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা আবার ফিরে আসবেন। এখনই ভোট হলেই প্রমাণ হবে মানুষের রায় কার দিকে আছে। আমরা আশাবাদী আমরা ১০০ আসনে একাই জিততে পারবে। কারা জিতবে, কারা হারবে, সেটা মধ্যবর্তী নির্বাচনে গেলেই সব কিছুই পরিষ্কার হয়ে যাবে, এমন কথা বলেছিলেন উদ্ভব ঠাকরে। আমরা সেটাই চাই।" আরও পড়ুন-সিকিমে আফ্রিকান মাছির হানাদারি, হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, আক্রান্ত ১০০ পড়ুয়া

দেখুন টুইট

এরপর সঞ্জয় রাউত বলেন, শিবসেনা হল বাল ঠাকরের। এটা অন্য কারও হতে পারে না। অর্থ দিয়ে এই দলকে অপহরণ করে কিনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু অর্থ নয় আরও অন্য কিছু দিয়ে কেনা হয়েছে। একটা বড় কিছু ফাঁস হতে চলেছে।"

দেখুন টুইট

এদিকে, শিন্ডে-বিজেপি নতুন মন্ত্রিসভা গঠন করতে চলেছে। সেখানে শিবসেনার সব বিদ্রোহী বিধায়ক জায়গা না পেলে পাল্টা বিদ্রোহ হতে পারে। আবার শিন্ডে ক্যাবিনেটে বিজেপি-র অনেক বিধায়কদেরও জায়গা দিতে হবে। কারণ গত আড়াই বছর ধরে তাঁরা ঠাকরে সরকারের বিরোধিতা করে গিয়েছেন। এখন দল ক্ষমতায় এলে তাঁর মন্ত্রিসভায় জায়গা না পেলে ক্ষিপ্ত হতে পারেন। মুখ্যমন্ত্রী পদ না পাওয়ায় এমনিতেই ক্ষুব্ধ দেবেন্দ্র ফদনবিশ।