নয়াদিল্লিঃ ভূমিধসে বিধ্বস্ত কেরলের (Kerala) ওয়ানাড (Wayanad)। মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। এখনও জারি উদ্ধারকার্য। গতকাল, ১০ আগস্ট পরস্থিতি খতিয়ে দেখতে ওয়ানাডে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেরলের ভূমিধসের ঘটনায় যখন উদ্বিগ্ন গোটা দেশ, তখন টানা ৩ ঘণ্টা নৃত্য পরিবেশন করে উপার্জন করা টাকা ধস বিধ্বস্ত ওয়ানাডের দুর্গতদের সেবায় দান করল তামিলনাড়ুর এক ছোট্ট মেয়ে। তার নাম হানিসিরি। বয়স মাত্র ১৩। একজন ভারতনাট্যম শিল্পী সে। শনিবার, নিজের উপার্জিত ১৫ হাজার টাকা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) হাতে তুলে দেয় সে। তার মাথায় আশীর্বাদের হাত রাখেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োর কমেন্টে ১৩ বছরের হানসিরিকে আশীর্বাদ এবং শুভ কামনায় ভরাচ্ছেন নেটিজেনদের একাংশ।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ১৩ বছরের হানসিরি
A 13-year-old girl child from Tamil Nadu, #HariniSri, who performed Bharatanatyam for 3 hrs straight to raise funds for #Wayanadlandslide, meets Kerala Chief Minister #PinarayiVijayan and donates Rs 15,000, including her savings, as assistance to people affected in the landslide.… pic.twitter.com/OdGBJFyG7L
— The Times Of India (@timesofindia) August 11, 2024