মৃত্যু মিছিলের সাক্ষী ওয়ানাড (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধস (Landslide)। বিগত ২৪ ঘণ্টায় কার্যত 'মৃত্যুপুরী'তে পরিণত হল কেরলের (Kerala) ওয়ানাড (Wayanad)। ভয়াবহ ভূমিধসে এখনও পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মঙ্গলবার থেকেই সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে দমকল (Fire Service) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force)। নামানো হচ্ছে সেনাও। বড়-বড় পাথর পড়ে থাকায় উদ্ধারকার্যে বাঁধা পেতে হচ্ছে কর্মীদের। সব বাঁধাকে উপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্রতি ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আজ, বুধবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান অখিলেশ কুমার সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "আমরা মুন্ডাক্কাই গ্রাম থেকে আহতদের উদ্ধার করেছি। গতকাল রাত পর্যন্ত জনকে উদ্ধার করা হয়েছে। কিছু মানুষকে রিসোর্ট এবং স্থানীয় মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর প্রবল বৃষ্টি শুরু হয়। আবহাওয়া খারাপ হওয়ার দরুণ উদ্ধারকার্য বন্ধ রাখতে হয়। যেহেতু অনেকগুলো দল কাজ করছে তাই মোট মৃতের সংখ্যাটা এখনই বলা সম্ভব নয়। আমি আমার দলের ব্যাপারে বলতে পারি।" পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা করে তিনি বলেন, "যেভাবে বৃষ্টি হচ্ছে যদি এভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে বিপদ আরও বাড়তে পারে। বিপদ কাটতে অন্তত ২ থেকে ৩ দিন সময় লাগবে।"

শুনুন কী বলছেন অখিলেশ কুমার