ফুঁসছে বিয়াস (ছবিঃANI)

নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টি, ভূমিধস, হড়পা বানের জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বন্ধ রাজ্যের ২৬৫ টি রাস্তা। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর। আগাম বর্ষার বৃষ্টিতে এক কথায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এই রাজ্য। এখনও দুর্যোগ কাটেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে ফুঁসছে বিয়াস নদী। যা স্বাভাবিকভাবেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস, এমনটাই জানা গিয়েছে। নদীর জল ছাপালে আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে হিমাচল প্রদেশকে এমনটাই আশঙ্কা। ইতিমধ্যেই জারি সতর্কতা।

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, জারি সতর্কতা

শিমলা, মান্ডি, সোলান, কাংড়া জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের জেরে বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা। প্রায় ৯৬৮টি বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি। সোমবার একটি বিশেষ পর্যালোচনা বৈঠক করেন তিনি। সেখানেই এই পরিসংখ্যান তুলে ধরেন। বৃষ্টিপাতজনিত কারণে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল, অর্থাৎ সোমবার শিমলায় ধসে গিয়েছে একটি পাঁচতলা বাড়ি। সোলান, কুল্লু থেকে শুরু করে মান্ডি জেলায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বিগত কয়েকদিনের দুর্যোগে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই রাজ্যের।

 ফুঁসছে বিয়াস, ফের ভাসবে হিমাচল? কী জানাল আবহাওয়া দফতর?