Water ambulance service at Maha Kumbh 2025 (Photo Credits: ANI)

প্রয়াগরাজ, ১২ জানুয়ারিঃ সোমবার, ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। ১২ বছর পর চলতি বছরে পড়েছে মহাকুম্ভের যোগ। অন্যদিকে ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। এরপর ২১৬৯ সালের আগে প্রয়াগে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে না। এই শুভক্ষণে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানে যোগ দিতে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশের নানা জায়গা থেকে মানুষ আসেন এই মেলায়। ভক্তদের নিরাপত্তায় কোন কমতি রাখছেন না যোগী সরকার। স্বাস্থ্য পরিষেবা থেকে নিরাপত্তার সমস্ত দিক নিজে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভক্তদের জন্যে জল অ্যাম্বুলেন্স পরিষেবার (Water Ambulance Service) ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভে আগত কোন ভক্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেবে এই ওয়াটার অ্যাম্বুলেন্স।

মহাকুম্ভে ভক্তদের জন্যে জলপথে অ্যাম্বুলেন্স পরিষেবা

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তরফে ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে জল অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হয়েছে। কয়েক কোটি ভক্তের ভিড়ের মাঝে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সের এগিয়ে চলা কেবল মুশকিলই নয় বরং এক প্রকাশ অসম্ভব। ফলে ভক্তদের কথা মাথায় রেখেই জলপথে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করেছে এনডিআরএফ। যাতে বিনা চিকিৎসায় কোন ভক্তকে মৃত্যুর কোলে ঢোলে পড়তে না হয়।

আরও পড়ুনঃ কনকনে ঠাণ্ডা বাতাস, কুয়াশাচ্ছন্ন আকাশ, তীব্র ঠাণ্ডা উপেক্ষা করেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তের ঢল

NDRF-এর তরফে প্রয়াগরাজে ওয়াটার অ্যাম্বুলেন্স...

 

মহাকুম্ভ ২০২৫ শাহী স্নানের তারিখঃ

১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এর মাঝে চারটি শাহী স্নানের যোগ রয়েছে।

১৪ জানুয়ারি, ২০২৫: মকর সংক্রান্তি (প্রথম শাহী স্নান)

২৯ জানুয়ারি, ২০২৫: মৌনী অমাবস্যা (দ্বিতীয় শাহী স্নান)

৩ ফেব্রুয়ারী, ২০২৫: বসন্ত পঞ্চমী (তৃতীয় শাহী স্নান)

১২ ফেব্রুয়ারী, ২০২৫: মাঘী পূর্ণিমা (চতুর্থ শাহী স্নান)