Mahakumbh Mela 2025 (Photo Credits: X)

প্রয়াগরাজ, ১২ জানুয়ারিঃ আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh Mela 2025)। তবে তার আগে থেকেই ভক্ত সমাগম বাড়তে শুরু করেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj)। ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) পবিত্র স্নান শুরু করে দিয়েছেন ভক্তরা। এই মুহূর্তে উত্তরপ্রদেশের আবহাওয়া (Uttar Pradesh Weather) মারাত্মক ঠাণ্ডা। রোজই ভোরের আকাশ ঢেকে থাকছে ঘন কুয়াশায়। বইছে হিমেল বাতাস। কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে মহাকুম্ভের আগেই ভক্তরা নিমজ্জিত হয়েছেন ত্রিবেণী সঙ্গমের পবিত্র স্নানে। ভক্তদের পবিত্র স্নানের একাধিক মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত ভিডিয়োয় দেখা যাচ্ছে, ত্রিবেণী সঙ্গম কুয়াশায় একেবারে আচ্ছন্ন। তার মধ্যেই ডুব দিচ্ছেন ভক্তরা।

কুম্ভ মেলা মোট তিন দুধরনের হয়। অর্ধ কুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহা কুম্ভ। প্রয়াগরাজ (এলাহাবাদ), হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী- এই চারটি হল কুম্ভের জায়গা। একযুগ অর্থাৎ বারো বছর পরে আসে কুম্ভের মহালগ্ন, মহাকুম্ভ মেলা। ১২ বছর পর চলতি বছরে পড়েছে সেই মহাকুম্ভের যোগ। অন্যদিকে ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। এরপর ২১৬৯ সালের আগে প্রয়াগে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে না।

মহাকুম্ভ ২০২৫ শাহী স্নানের তারিখঃ

১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এর মাঝে চারটি শাহী স্নানের যোগ রয়েছে।

১৪ জানুয়ারি, ২০২৫: মকর সংক্রান্তি (প্রথম শাহী স্নান)

২৯ জানুয়ারি, ২০২৫: মৌনী অমাবস্যা (দ্বিতীয় শাহী স্নান)

৩ ফেব্রুয়ারী, ২০২৫: বসন্ত পঞ্চমী (তৃতীয় শাহী স্নান)

১২ ফেব্রুয়ারী, ২০২৫: মাঘী পূর্ণিমা (চতুর্থ শাহী স্নান)

মহাকুম্ভের পবিত্র লগ্নে প্রয়াগরাজে এবার ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। গত কুম্ভে (২০১৯) মোট ২৫ কোটি মানুষ সঙ্গমে স্নান করেছিলেন। এদিকে মহাকুম্ভ শুরু হওয়ার দুই দিন আগে, অর্থাৎ শনিবার প্রায় ২৫ লক্ষ ভক্ত ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। সকালে ঘন কুয়াশা থাকা সত্ত্বেও, মেলা এলাকায় ভক্তদের ভিড়ে ছিল দেখার মত।