এই ভাইরাল ভিডিও যে কোনো চোরের কাছেই একটি দুঃস্বপ্নের মত। এই ঘটনা দেখলে ভবিষ্যতে যে কোন মোবাইল চোর চলন্ত ট্রেনে চুরি করতে দুবার ভাববে।
ঘটনাটি ঘটেছিল এরকম, বেগুসরাই থেকে খাগরিয়া পর্যন্ত যাওয়ার ট্রেনটি যখন সাহেবপুর কামাল স্টেশনের কাছে পৌছায় তখন এক মোবাইল চোর ট্রেনের ভিতরে বসে থাকা এক ব্যক্তির থেকে মোবাইল চুরি করার চেষ্টা করে। তার পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছে। ট্রেনটি চলতে শুরু করলে সেই চোরটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু দুই যাত্রী দুটি হাত ধরে তাঁকে জানলার বাইরে ঝুলিয়ে রাখেন। ঝুলন্ত অবস্থাতেই প্রায় ১০ কিলোমিটারেরও বেশি সময় ধরে তিনি ভেসে ছিলেন । অবশেষে ট্রেনটি খাগরিয়ার কাছে আসলে একটি স্টেশনে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি বিহারের, যেখানে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা নিত্য দিনের ঘটনা।
#WATCH | Khagaria, Bihar: Passengers caught hold of a man, kept him hanging outside from a window of a moving train as he allegedly tried to snatch mobile phones from them (15.09) pic.twitter.com/PY71wN2BmD
— ANI (@ANI) September 15, 2022