Viral Video: গ্যাসের ওভেনে বাসনের বদলে নারকেলের মালা, তাতেই চা তৈরি করে চমকে দিলেন কবিতা রাই (দেখুন ভিডিও)
Viral coconut Tea Photo credit: Instagram@Kavita Rai

জীবনের ধন কিছুই যায় না ফেলা। প্রবাদটা যেন নারকেলের জন্যই তৈরি হয়েছিল। এর শাঁস আর জল তো খাওয়া হয়ই। উপকারও প্রচুর। নারকেলের মালাও ফেলনা নয় মোটেই। গেরস্থালির অনেক কাজে লাগে। এমনকী নারকেলের ছোবড়াও জ্বালানি থেকে তোষক তৈরিতে ব্যবহার হয়। এবার সামনে এল নারকেলের মালা দিয়ে তৈরি করা এক ভাইরাল চা তৈরির ভিডিও। কবিতা রাই (Kavita Rai)নামের এক ইনস্টাগ্রামার মাঝে মাঝেই বিভিন্ন রান্নার ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে দেখা যায় প্রথমে নারকেলের মালাটি গ্যাসের ওভেন এ বসিয়ে চা তৈরি শুরু করেন কবিতা। তারপরে চা তৈরি করতে দুধ, চিনি, চা পাতার পাতা, আদা এবং এলাচের গুঁড়ার মতো উপাদান যোগ করেন ওই মালার মধ্যেই।ভিডিও দেখে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। কেও কেও লেখে- বাসন মাজার কোন দরকার নেই। কেও আবার লেখেন - মা দেখলে মারবে।

 

View this post on Instagram

 

A post shared by Kavita Rai (@easycookingwithkavita)