পাটনা, ৯ জুলাই: প্রকাশ্যে প্রবল মারধর। লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দেওয়া হয় এক যুবককে। এরপর ওই যুবককে জোর করে বসিয়ে দেওয়া হয় বিয়ের পিঁড়িতে। কী কারণে ওই যুবকের উপর এহেন অত্যাচার করা হয়, তা শুনলে খানিকটা অবাক হতে হয়। ঘটনাস্থল বিহার (Bihar)। যেখানে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আধমরা করে দেওয়া হয়। এরপর এক তরুণীর সঙ্গে জোর করে দেওয়া হয় বিয়ে। অভিযোগ, অবৈধ সম্পর্কের অভিযোগেই ওই যুবককে তুলোধনা করা হয়। লাঠি দিয়ে পিটিয়ে প্রায় চামাড় গুটিয়ে দেওয়ার মত অবস্থা করা হয় তাঁকে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে এক যুবককে বেদম মারধর করা হয়...
Bihar: Video of a youth being beaten up and forced to marry in Supaul goes viral on social media. The case is said to be related to an illicit relationship. The victim's father filed an application in the police station; Bhimpur police have arrested a person in this case.… pic.twitter.com/ycGmI3QLte
— Matrize News Communications Pvt. Ltd (@Matrize_NC) July 8, 2025
সংশ্লিষ্ট যুবক কাকুতি মিনতি করলেও, তাতে কোনও কাজ হয়নি। তিনি কেঁদে ফেলার পরও বন্ধ হয়নি লাঠির বাড়ি। ফলে কাঁদতে কাঁদতেই মার খেতে হয় তাঁকে। অবশেষে বাধ্য হয়ে ওই তরুণীর সিঁথিতে সিঁদূর পরান তিনি। যদিও ওই যুবকের বাবা কিন্তু ছেড়ে কথা বলেননি। ছেলে মার খেয়ে, বিয়ে করে বাড়ি ফেরার পর ওই যুবকের বাবা সোজা থানায় যান এবং অভিযোগ দায়ের করেন।
প্রহৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে বিহারের ভীমপুর থানার পুলিশ পদক্ষেপ করে এবং গ্রেফতার করে একজনকে। সেই সঙ্গে বিহারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল (Viral Video) হয়ে যায় মুহূর্তে।