রাস্তার মাঝে দাঁড়িয়ে পুলিশের (Police) সঙ্গে বাদানুবাদ। মত্ত অবস্থায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা যায় এক তরুণীকে। রাতের রাস্তায় স্কুটি থেকে নেমে পুলিশের সঙ্গে ক্রমাগত তর্ক জুড়ে দিতে দেখা যায় ওই তরুণীকে। যা দেখে সেখানে হাজির পুলিশ কর্মীরা প্রথমে চমকে যান। তারপর ওই তরুণীকে সেখান থেকে চলে যেতে বলেন। তবে ওই তরুণী তো সরে যাননি উলটে তিনি একের পর এক কথা বলতে শুরু করেন পুলিশ কর্মীর সঙ্গে। পুলিশের সঙ্গে কথা বলার সময় কার্যত টলমল পায়ে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই তরুণীকে। পরে তিনি কার্যত চিৎকার করার চেষ্টা চালান। তবে মদ্যপ অবস্থায় তিনি ঠিকমত চিৎকারও করতে পারেননি। উলটে স্কুটি থেকে পড়ে যাওয়ার মত পরিস্থিতি হয় তাঁর। ছত্তিশগড়ের ( Chhattisgarh) কোবরা সিটি থেকে এবার এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। যা দেখে কার্যত অবাক হয়ে যান প্রত্য়েকে। মদ্যপ তরুণীর সঙ্গে পুলিশের বাদানুবাদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
দেখুন রাতের অন্ধকারে ছত্তিশগড়ের কোবরা সিটিতে কীভাবে পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন মদ্যপ তরুণী...
शराब के नशे में पुलिस से बहस करती युवती का वीडियो कोरबा शहर का बताया जा रहा है।
शराब के नशे में झूमता छत्तीसगढ़, उड़ता छत्तीसगढ़।#Chhattisgarh#Korba https://t.co/7ab24HUg6F pic.twitter.com/83WqV0WDKo
— Voice of Chhattisgarh (@CGVOICE00777) July 8, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)