চলন্ত বাসের তলায় কিশোর, ভাইরাল ভিডিয়ো (ছবি:X)

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) রিলসের (Reels) রমরমা। সোশ্যাল মিডিয়া খুললেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন রকমের রিল। আর এই রিল তৈরির নেশায় বুঁদ হয়ে থাকেন বর্তমান প্রজন্মের একাংশ। এই রিলস বানাতে গিয়ে জীবন বাজি রাখছেন অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)  একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, রিলস বানাতে গিয়ে চলন্ত বাসের তলায় শুয়ে স্টান্ট করছে এক কিশোর। তার উপর থেকে চলে যায় চলন্ত বাস। যদিও আহত হননি তিনি। আনেরি শাহ ইয়াকাট্টি নামে এক এক্স ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি পোস্ট করেছেন। ঘটনাটি হায়দরাবাদের একটি রাস্তায় ঘটেছে। এমনটিই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আরও একটি ভিডিয়ো, যেখানে দেখা যায়, রিলস বানাতে পুনের বহুতলের ছাদ থেকে ঝুলছেন এক কিশোরী। তার হাত ধরে রয়েছে এক কিশোর। প্রাণের তোয়াক্কা না করেই এই ঝুঁকি নিচ্ছে এই কিশোরী। শুধুমাত্র রিলস বানাতে গিয়ে কেন এ ভাবে জীবনের ঝুঁকি নিচ্ছেন মানুষজন। প্রশ্ন নেটিজেনদের একাংশের।

এই খবরটিও পড়ুনঃ প্রাণের ঝুঁকি নিয়ে রিল বানানোর নেশায় মত্ত কিশোর-কিশোরী, ভাইরাল ভিডিয়ো

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো