নয়াদিল্লিঃ মাত্র সাত-আট ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন মুম্বই (Mumbai)। জলের তলায় শহররে বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই কয়েকটি এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। এই পরিস্থিতিতে বিপাকে সাধারণ মানুষ। শুধু রাস্তাতেই নয়, জল জমেছে রেললাইনেও (Rail Line)। যার ফলে রবিবার ব্যাহত হয় রেল পরিষেবা (Rail Service)। নাকাল হতে হয় যাত্রীদের। সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয় রেলের তরফে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে জল ভর্তি রেললাইন ধরে ছুটছে লোকাল ট্রেন। এই অবস্থার মধ্য দিয়ে যাত্রী নিয়ে চলাচল করা কতটা ঝুঁকির তা প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার বলছেন, এটা রেললাইন না পুকুর? বোঝার উপায় নেই। প্রসঙ্গত, রবিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে, সোমবার মুম্বই বিমান বন্দরে পরিষেবায় বিলম্ব ঘটে। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান। নির্ধারিত সময়ের অনেক পড়ে ওড়ে কিছু বিমান। প্রবল বৃষ্টিতে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। এ ছাড়া আজ, মঙ্গলবার মুম্বইয়ের কিছু স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন ভিডিয়ো
Viral | Only motormen in Mumbai can run local train not at all visible, submerged under deep water. mumbai nagariya!! pic.twitter.com/UXobSSuuT9
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) July 9, 2024