হামলাকারীদের হাতে নিগৃহীত হলেন আলিগড় টোল প্লাজার কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও, যেখানে দেখা গেল একটি স্করপিও গাড়ি টোল প্লাজার ব্যরিকেড ভেঙ্গে এগিয়ে যায় দ্রুত গতিতে। তারপর ওই গাড়ি থেকে নেমে কয়েকজন লোক টোল প্লাজার কর্মচারীদের মারধর করতে শুরু করে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। গাবনা থানার পুলিশ এফআইআর দায়ের করে দুজনকে আটক করে।
#BREAKING | Toll workers brutally thrashed in Aligarh. Tune in to watch #LIVE here - https://t.co/pJdhfom7Rz pic.twitter.com/1f9ar8y9xN
— Republic (@republic) October 6, 2022
গাবনা পুলিশ স্টেশনের অন্তর্গত টোল প্লাজায় মারধরের ঘটনায় আলিগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট জানান সিসিটিভি ফুটেজ দেখে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উপযুক্ত ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।
थाना गभाना- टोल प्लॉजा प्रकरण में तत्काल मुकद्दमा पंजीकृत कर हमलावर व्यक्तियों की गिरफ्तारी सुनिश्चित की गयी,विवेचना प्रचलित है, इस सम्बन्ध में वरिष्ठ पुलिस अधीक्षक,अलीगढ़ द्वारा दी गई बाइट @Uppolice pic.twitter.com/cuD1HbzuSX
— ALIGARH POLICE (@aligarhpolice) October 6, 2022