![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/09/Viral-Bull-Fighting-380x214.jpg)
ষাঁড় প্রজাতির প্রাণীরা এমনিতে শান্ত হলেও তাঁরা এতই বিপজ্জনক যে আপনি তাদের একটু জ্বালাতন করলেও তারা রেগে যায়, এমনকি অনেক সময় রাগের বশে ষাঁড় অকারণে মানুষকে আক্রমণও করে বসে। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, যেখানে এক ব্যক্তি ষাঁড়ের শিং এ আগুন জ্বালিয়ে একটি স্টান্ট করার চেষ্টা করছেন। আশ্চর্যজনকভাবে এই স্টান্ট দেখতে বিশাল ভিড়ও জমেছে। কিছুক্ষণ ধরে ষাঁড়ের শিংয়ে আগুন জ্বালিয়ে লোকটি তাকে রাগানোর চেষ্টা করে। অবশেষে ষাঁড়টি রেগে যায় এবং দ্রুত দৌড়াতে গিয়ে সেই ব্যক্তিকে আক্রমণ করে বসে। ষাড়টি লোকটিকে তার শিং দিয়ে তুলে সিঁড়িতে নিয়ে যায় এবং তারপর সেখান থেকে ফেলে দেয়। ভাইরাল হওয়া এই ভিডিও দেখলে যে কারোর মন কেঁপে উঠবে। দেখুন ভিডিও-
— Why men live less (@Menliveless) September 3, 2022