নয়াদিল্লিঃ ওভারটেক করতে না দেওয়ায় মহিলা কনটেন্ট ক্রিয়েটরকে (Content Creator) বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায় (Social Media) । ঘটনাটি ঘটেছে পুনের (Pune) পাসান-বানের লিঙ্ক রোডে। শনিবার ওই রাস্তা ধরেই ফিরছিলেন মহিলা কনটেন্ট ক্রিয়েটর জেরলিন ডি'সিলভা। তাঁর সঙ্গে স্কুটিতে ছিল দুই সন্তান। পিছিন থেকে একটি গাড়ি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। প্রায় ২ কিলোমিটার ধরে ওভারটেকের চেষ্টা চালান গাড়ির চালক। এরপর মহিলা স্কুটি নিয়ে ধারে ঘেঁষে তাঁকে যাওয়ার পথ করে দেন।। এরপরই গাড়ি থামিয়ে মহিলার উপর চড়াও হন গাড়ি চালক এবং তাঁর স্ত্রী। মহিলার মুখে সজোরে ঘুষি মারা হয়। গলগল করে রক্ত পড়তে থাকে। এখানেই শেষ নয়, দুই সন্তানের সামনে চুল ধরে বেধড়ক মারধর করা হয় তাঁকে, সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। এরপর গোটা ঘটনাটি ভিডিয়োর মাধ্যমে প্রকাশ্যে আনেন ওই মহিলা। তিনি বলেন, "শহরে নিরাপত্তা কোথায়? রাস্তাঘাটে পাগলের মতো ব্যবহার করছে মানুষজন। আমার সঙ্গে দুই আমার দুই সন্তান ছিল। তাদেরও পরোয়া করা হয়নি।" এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করা হয় গাড়ি চালক স্বপ্নীল কেকড়ে এবং তাঁর স্ত্রীকে।
দেখুন কী বলছেন আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর
Viral | Mother of 2 kids Jerlyn D’silva was attacked by an aged motorist on Baner-Pashan Link road in Pune. She posted this video on her Insta ID. Bio says she is the Marketing head of Sheraton Grand, Pune. pic.twitter.com/1J4mOYXLyZ
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) July 20, 2024