Indian Puppy (Pixabay)

হায়দরাবাদ, ১৭ এপ্রিল: একসঙ্গে ৫টি কুকুর ছানাকে (Puppies) পিটিয়ে মারল এক ব্যক্তি। অ্যাপার্টমেন্টে থাকা এক মা কুকুর যখন ৫ সন্তানের জন্ম দেয়, তখন প্রত্যেকটি সারমেয় বাচ্চাকে নিয়ে কাউকে ওই ব্যক্তি লাঠি দিয়ে পিটিয়ে মারে আবার কারও মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দিতে দেখা যায়। শুনতে অবাক লাগলেও এমনই একটি নির্মম ঘটনার সাক্ষী এবার হায়দরাবাদ (Hyderabad)।

দক্ষিণের এই শহরে এক ব্যক্তি পরপর ৫টু কুকুর ছানাকে (Dog)  পিটিয়ে  মেরে ফেলে। কী কারণে ওই ব্যক্তি কুকুর ছানাদের প্রাণে মেরে ফেলে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে তার কুকীর্তি ক্যামেরায় ধরা পড়ে। এরপরই ওই ব্যক্তিকে আশপাশের লোকজন প্রশ্ন করেন। কেন ওই ব্যক্তি এই নিকৃষ্ট কাজ করল, তা নিয়ে নিন্দায় মুখর হন তাঁর প্রতিবেশীরা।

প্রসঙ্গত যে ব্যক্তি ওই নিকৃষ্ট কাজ করে, সে নিজেও এক সারমেয়র পালক। ঘরে কুকুর থাকা সত্ত্বও সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে ওই ৫টি কুকুর ছানাকে হত্যা করে, তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পাশাপাশি এই নির্মম ঘটনার জেরে শুরু হয়েছে জোরদার তদন্ত।

আরও পড়ুন: Bengaluru Horror Video: কুকুরকে পিষে দিল, ইচ্ছে করে সারমেয় খুন রাস্তায়, ভিডিয়োতে শিউরে উঠবেন

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে পিটিয়ে মারা হয় ৫টি কুকুর ছানাকে...

 

হায়দরাবাদের বাসিন্দা ওই ব্যক্তি যেভাবে ৫টি কুকুর ছানাকে পিটিয়ে হত্যা করে, সেই ভিডিয়ো নিয়ে চর্চা শুরু হয়েছ। সারমেয়-প্রেমীরা ওই ব্যক্তির বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ করেন, সেদিকে তাকিয়ে বহু মানুষ।