নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যাচ্ছে, বেস বল, ব্যাট দিয়ে কে ব্যাক্তিকে মারছে এক কিশোরী। তদন্তে নেমে জানা যায়, ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) পশ্চিম বিহার (Paschim Bihar)এলাকায়। নির্যাতিত অটো চালকের নাম শিবশঙ্কর। পশ্চিম বিহার এলাকায় ই-অটো চালান তিনি। তাঁর উপরই চড়াও হন ওই কিশোরী। ব্যাট-বল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অটো চালকের। মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। কিশোরীকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু কোনও কথায় কর্ণপাত করেনি সে। অভিযোগ, ওই কিশোরীর ভাইকে অপমান করেছেন অটো চালক শিবশঙ্কর। তাই অটোওচালকের উপর চড়াও হয় ওই কিশোরী। বেস বল, ব্যাট দিয়ে শিব শঙ্করকে আঘাত করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত অটো চালককে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর ওই কিশোরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিবশঙ্কর। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
In Nihal Vihar, Delhi, a girl on a Bullet bike beat up an auto-driver with a tool in a road rage incident. The auto-driver, who was dropping his children at school, couldn’t move due to traffic, causing the girl to react violently.#LatestNews #autodriver #DelhiNews #violent pic.twitter.com/mT3p8efeDy
— Let’s Talk Media (@LetsTalkMedia_) July 4, 2024