চকোলেট সিরাপে মরা ইঁদুর (ছবি:X)

নয়াদিল্লিঃ এই ক'দিন আগের ঘটনা, আইসক্রিমের মধ্যে মানুষের কাটা আঙুল পেয়েছিলেন মুম্বইয়ের মালাদের এক ডাক্তার। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এই ধরনের আর এক ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। এ বার চকোলেট সিরাপে (Chocolate Syrup) মিলল মরা ইঁদুর (Mouse)। প্রামি শ্রীধার নামে এক মহিলা ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিয়ো পোস্ট করে জানান, চকোলেট সিরাপের সঙ্গে মরা ইঁদুর খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর পরিবারের তিনজন সদস্য। এই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, " হারশিস কোম্পানির চকোলেট সিরাপ কিনেছিলাম 'জেপ্টো' থেকে। খাওয়ার সময় মুখে ছোট-ছোট দানার মতো কিছু একটা ঠেকছিল। বোতল খুলে দেখি তার ভিতর ইঁদুর মরে পড়ে আছে। আমাদের মতো সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষা কে দেবে?" এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে তিনি আরও লেখেন, "এই সিরাপ খেয়ে আমার বাড়ির ৩ জন অসুস্থ। তাঁদের অসুস্থতার দায় কে নেবে?" এ ছাড়া এই পোস্টের মাধ্যমে নেটিজেনদের সতর্ক করেছেন তিনি। ভিডিয়োটি প্রকাশ্যে আশার পর হারশিস কোম্পানির তরফে ক্ষমা চেয়ে ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিনদিন আগেই 'ব্লিঙ্কইট' থেকে অর্ডার করা আইসক্রিমে কেন্নো পেয়েছিলেন নয়ডার এক গৃহবধূ। 'ব্লিঙ্কইট'-এর কাছে অভিযোগ জানিয়ে টাকা ফেরত পান তিনি। কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা অনলাইন খাবার অর্ডারে ভয় ধরাচ্ছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Prami Sridhar (@pramisridhar)