Photo Credit_Twitter

ময়নপুরী কোতোয়ালি এলাকার বংশীগৌড়ায় অবস্থিত শিব মন্দিরে গণেশ চতুর্থী উপলক্ষ্যে স্থাপন করা হয়েছিল গণেশ মূর্তি। সেই উৎসব চলাকালীন  নিত্য পূজা ও ভজনের অনুষ্ঠানও হতো। শনিবার সন্ধ্যায় একটি ভজন দলকে আমন্ত্রণ  জানান হয়েছিল অনুষ্ঠানের জন্য।  ভজনের  দলের সঙ্গে  রবি শর্মা নামে একজন শিল্পী উপস্থিত ছিলেন যিনি ভগবান হনুমানের পোশাকে ভজনে নাচছিলেন। নাচের সময় হঠাৎ করে  মঞ্চে মুখ থুবড়ে পড়েন শিল্পী রবি শর্মা। কিছুক্ষণ রবির শরীরে কোনো নড়াচড়া নেই দেখে মন্দিরের লোকেরা তাকে ওঠানোর চেষ্টা করে। কিন্তু তিনি আর উঠলেন না। ৩৫ বছর বয়সী রবি শর্মাকে অজ্ঞান অবস্থাতেই মইনপুরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকই তার মৃত্যুর কারণ বলে জানা গেছে।