নয়াদিল্লিঃ অভিযোগ জানাতে বহুবার সরকারের(Government) দরবারে গিয়েছেন, কিন্তু কোনও কাজ হয়নি। উপর মহল পর্যন্ত আওয়াজ পৌঁছয়নি। খালি হাতে ফিরেছেন বারবার। এ বার সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনব পন্থা বাছলেন এক ব্যাক্তি। এতদিনের সব লিখিত অভিযোগ গায়ে জড়িয়ে জেলাশাসকের(District Magistrate) অফিসের বাইরে গড়াগড়ি খেলেন তিনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) নিমুচে(Neemuch)। জানা গিয়েছে, ওই ব্যাক্তির নাম মুকেশ প্রজাপতি। কাঙ্কারিয়া গ্রামের বাসিন্দা তিনি। বিগত ৬ বছর ধরে গ্রামের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাচ্ছেন তিনি। কিন্তু তাঁর অভিযোগে সেভাবে কর্ণপাত করেনি প্রশাসন। তাই এ বার অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে নেন তিনি। যাবতীয় অভিযোগ গায়ে জড়িয়ে নিমুচের জেলাশাসকের অফিসের বাইরে রাস্তায় শুয়ে গড়াগড়ি দিতে থাকেন। ১০০০ পাতা অভিযোগের কাওজ গায়ে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় সেই মুহূর্তের একটি ভিডিয়ো। এই ঘটনার পর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মমতা খেড়েকে জানান, মুকেশ প্রজাপতি নামক ওই ব্যাক্তি গ্রামের প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। তবে এই ঘটনার পর গোটা বিষয়টির নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন নিমুচের জেলাশাসক হিমাংশু চন্দ্র। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।
অভিযোগের কাগজ গায়ে জড়িয়ে সরকারি দফতরের বাইরে গড়াগড়ি খেলেন ব্যাক্তি
गले में पट्टा बांध, जमीन पर लोटते हुए कलेक्टर से मिलने पहुंचा किसान, बोला, "ये भ्रष्टाचार के सबूत हैं"#neemuch #viralvideo #madhyapradesh pic.twitter.com/aQXXcmNgJJ
— RAHUL FULMALI (@FulmaliRahul) September 4, 2024