Photo Credit_Twitter

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর অভাব নেই। প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। এবার সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে ভোপালে জলখাবার বিক্রি করা এক ব্যক্তির ভিডিও। আজকাল ভাল খাবার বানালেই চলবে না, বিক্রি করার সঠিক স্ট্র্যাটেজিও তৈরি করতে হবে। কিন্তু কোন খাবার বিক্রি হবে, তা হালফিলে আর শুধুই তার গুণমান দিয়ে চলবে না। দরকার মার্কেটিং স্ট্র্যাটেজিরও। তাই তো ভুবন বাদ্যকারের মতো একজন বাদাম বিক্রেতা আজ তাঁর বাদামের থেকে বেশি গানের জন্য জনপ্রিয়। এবার নিমকি বিক্রেতা ভাইরাল হলেন একই কারণে। তাঁর নিমকির থেকেও বেশি বিক্রির সুর থুড়ি অনবদ্য মার্কেটিং স্ট্র্যাটেজি মন জিতল নেটিজেনদের।

 

নিমকি বিক্রির এমন হাস্যকর পদ্ধতি দেখে নেটিজ়েনরা তো হতবাক। অনেকে কমেন্টে তাঁর নতুন নাম দিয়েছেন ভোপালি নমকিন ওয়ালা (Bhopali Namkeenwala) কেউ কেউ আবার ভুবন বাদ্যকারের  সঙ্গেও তাঁর মিল খুঁজে পেয়েছেন। অনেকে আবার এ-ও দাবি করে বসেছেন যে, কয়েক দিনের মধ্যেই এই নমকিনওয়ালার গানেও লোকজন নাচবে।