আমরা সবাই জানি যে, ভারত হল একটি কৃষিপ্রধান দেশ। পাশাপাশি, দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ পেশাগত ভাবে কৃষিকার্যই করে থাকেন। ভারতের প্রায় প্রতিটি প্রান্তেই বিভিন্ন খাদ্যশস্যের পাশাপাশি সবজি থেকে শুরু করে ফলের চাষ সম্পন্ন হয়। তবে, এই চাষাবাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখোমুখি পড়তে হয়ে কৃষকদের।ফসলের ক্ষেতে আমরা প্রায়শই বন্য শূকর, হাতি ও বানরের উপদ্রবের ঘটনা শুনতে পাই। যার ফলে নষ্ট হয়ে যায় ক্ষেত। আর স্বাভাবিকভাবে তাতে ক্ষতি হয় ফসলেরও। যে কারণে কৃষকদেরই দিনরাত মাঠ পাহারা দিতে হয়। তবে, এবার ফসলের ক্ষেতকে জীবজন্তুদের হাত থেকে রক্ষা করতে একটি অভিনব উপায় বের করেছেন আমাদের দেশেরই একজন কৃষক। এমনকি, তাতে মিলছে সুবিধাও।জানা গিয়েছে ওই কৃষক তাঁর ক্ষেতে ফসল রক্ষণাবেক্ষণের জন্য কার্যত একটি ভালুকই ভাড়া করে ফেলেছেন।
না , আপনি যদি মনে করেন যে, তিনি সত্যিকারের ভালুক নিয়ে এসেছেন, তা কিন্তু নয়। বরং, ভালুকের পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তিই ক্ষেত রক্ষণাবেক্ষণ করতে থাকেন।ভালুকের পোশাক পরে ওই ব্যক্তি সারাদিন মাঠে ঘুরে বেড়ান। আর তাঁকে দেখেই বানর থেকে শুরু করে বন্য শূকর বা অন্যান্য গবাদি পশু কেউই আর ফসলের ধারেকাছে আসেনা।
যিনি এই অভিনব ভাবনা ভেবেছেন তার নাম সঞ্জীব মিশ্র। বজরং গড় গ্রামের সঞ্জীব মিশ্র শাহজাহানপুর থেকে ৫০০০ টাকায় একটি "ভাল্লুকের পোশাক" কিনেছেন। তারপর এই অভিনব কাজের জন্য প্রতিদিন ২৫০ টাকা করে পারিশ্রমিক দিয়ে এক ব্যক্তিকে ভাড়া করা করেছেন। যিনি ওই পোশাক গায়ে চাপিয়ে ক্ষেতে ঘুরে বেড়ান।
#UP: Farmers hire men at Rs 250 per day to dress up as bears to scare away stray cattle & monkeys
For instance, Sanjeev Mishra of Bajrang Garh village has bought a “bear dress” for Rs 5,000 from Shahjahanpur.
Read: https://t.co/VAUSqf2RbF pic.twitter.com/DizIFQqg3T
— The Times Of India (@timesofindia) June 6, 2023