নয়াদিল্লিঃ সরকারি বাসে আদিবাসী যুবতীর শ্লীলতাহানি। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ত্রিপুরা। একধিক বাসে ভাংচুর। সংঘর্ষের জেরে আহত বহু নাগরিক।জানা গিয়েছে, আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে সরকারি বাসে শ্লীলতাহানির শিকার হন এক তরুণী। বিশ্রামগঞ্জ পৌঁছনোর আগেই বাস থেকে নেমে যান অভিযুক্ত। এরপর ওই তরুণী বিশ্রামগঞ্জে নেমে সবটা জানান। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিবাদ জানাতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য যাত্রীরা। এলাকার প্রচুর মানুষ বিক্ষোভে সামিল হন। লাঠি ও রড দিয়ে প্রচুর যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে নির্যাতিতা তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই তরুণী গুয়াহাটিতে এয়ার হস্টেসের ট্রেনিং নিচ্ছিলেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সরকারি বাসে তরুণীকে হেনস্থা, অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ত্রিপুরা
Violence Erupts After Tribal Woman Allegedly Sexually Assaulted In Bus In Tripura https://t.co/9y7IA4JSZd pic.twitter.com/1uanEm4UnE
— NDTV (@ndtv) August 6, 2025