টাকা বিলিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের (Vinod Tawde ) বিরুদ্ধে। শুধু অভিযোগ নয়, পালঘরে বিনোদের হোটেলের ঘর থেকে উদ্ধার হল নগদ টাকাও। 'বঞ্চিত বিকাশ আঘাড়ী' (Bahujan Vikas Aaghadi) দলের কর্মীরা বিজেপির এই প্রভাবশালী নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিনোদের বিরুদ্ধে ভোটের আগে টাকা বিলি করছেন, এমন অভিযোগ তুলে ঘেরাও করেছিলেন। পরে নির্বাচন কমিশনের এক কর্তা জানান, বিনোদ তাওড়ের হোটেলের ঘর থেকে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
Bahujan Vikas Aaghadi-র নেতা তথা বিধায়ক হিতেন্দ্রর দাবি, তাওড়ে যে হোটেলে ছিলেন, সেখান তার ঘর ঘেরাও করে দলের কর্মীরা পাঁচ কোটি টাকা উদ্ধার করে। তাঁর দাবি তাওড়ের ঘরে একটি একটি ডায়েরি পাওয়া গিয়েছে যাতে লেখা, বিলি করার জন্য মোট ১৫ কোটি টাকা এনেছিলেন। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
পালঘর জেলার বেরারে তাওড়ে একটি হোটেল থেকে টাকা বিলি করছিলেন বলে অভিযোগ আনেন সেখানকার বিধায়ক তথা 'বহুজন বিকাশ আঘাড়ী'দলের নেতা হিতেন্দ্র ঠাকুর। বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে মারাঠা রাজনীতিতে। ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে নদিয়া জেলায় বিজেপি-র দায়িত্বে ছিলেন বিনোদ তাওড়ে।
ভোটারদের টাকা বিলি করার অভিযোগ বিনোদ তাওড়ের বিরুদ্ধে, দেখুন ভিডিয়ো
#WATCH | #MaharashtraElection2024 | Workers of Bahujan Vikas Aghadi created a ruckus outside a hotel in Nalasopara Assembly constituency of Palghar today while a meeting of BJP National General Secretary Vinod Tawde was underway inside. Bahujan Vikas Aghadi MLA Kshitij Thakur and… pic.twitter.com/ZoH5bnYloE
— ANI (@ANI) November 19, 2024
দেখুন ভিডিয়ো
HUGE: a day before Maharashtra goes to polls, major controversy.. BJP national general secretary Vinod Tawde trapped and gheraoed by a BVA MLA in a hotel in Virar, accused of having a Rs 5 crores cash bag with a diary of people to whom money given is reportedly mentioned. BJP… pic.twitter.com/lyChkwJHdZ
— Rajdeep Sardesai (@sardesairajdeep) November 19, 2024
আগামিকাল, বুধবার মহারাষ্ট্রে এক দফায় ২৮৮টি বিধানসভা আসনে নির্বাচন হবে। মহারাষ্ট্রে এবারের ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটেছে। গতকাল, ভোট প্রচারের শেষে দিনে আক্রান্ত হয়েছিলেন, এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা অনিল দেশমুখে। ভোটের আগে দাপুটে রাজনীতিবিদ বাবা সিদ্দিকি-কে প্রকাশ্য গুলি করার ঘটনাও মারাঠা ভূমের ভোটে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ইস্যুকে বড় করে তুলেছে।