Viral Video: জুতোর ভিতরে লুকিয়ে বিশালাকার গোখরো, দেখুন ভিডিয়ো

মাইসুরু (কর্নাটক): সোশ্যাল মিডিয়ার দৌলতে সারাদিন আমরা বিভিন্ন খবরই ঘরে বসে জানতে পারি। বিশ্বের একপ্রান্তে বসে মুঠোফোনেই দেখি অন্য প্রান্তের ছবি বা ভিডিয়ো। যার মধ্যে কিছু আমাদের আনন্দ দেয় তো কিছু করে হতবাক। সম্প্রতি জুতোর মধ্যে লুকিয়ে থাকা বিশালাকার গোখরো সাপের এমনই একটি ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) মাইসুরুতে (Mysuru)।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর সময় জুতো পরতে যাচ্ছেন। আচমকা তিনি দেখতে পান, জুতোর ভেতর থেকে মাথা বের করছে বিশালাকার একটি গোখরো সাপ (Giant Cobra)। বিষয়টি দেখেই ভয়ে আঁতকে উঠলেও মাথা ঠাণ্ডা রেখে খবর দেন সাপ ধরতে পারে এমন একজন ব্যক্তিকে। পরে ওই ব্যক্তি এসে সাপটিকে জুতো থেকে বের করে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন।