প্রতীকী ছবি

দিল্লি, ২১ ডিসেম্বর: এবার মাঝ আকাশে বিমান কর্মীর সঙ্গে বচসা জুড়লেন এক ব্যক্তি। ইস্তানবুল থেকে দিল্লিতে (Delhi) ফেরার সময় আচমকাই ইন্ডিগোর এক কর্মীর সঙ্গে যাত্রীর বচসা শুরু হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়।  ইস্তানবুল থেকে দিল্লিতে ফেরার সময় কেন যাত্রীর সঙ্গে বিমান কর্মীর বচসা শুরু হয়, সে বিষয়ে খতিয়ে দেখা হবে। এমনই জানানো হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে। পাশাপাশি যাত্রী স্বাচ্ছেন্দই তাঁদের মূল মন্ত্র বলেও জানায় ইন্ডিগো।

আরও পড়ুন: Cheetah is back: ৭০ বছর পর ভারতে কামব্যাক চিতার, বিমান সাজানো হল বাঘের মুখে (দেখুন ভিডিও)

খাবার নিয়ে মাঝ আকাশে বিমান কর্মীর সঙ্গে বচসা শুরু করলেন এক যাত্রী। ইস্তানবুল থেকে দিল্লিতে ফেরার সময় ইন্ডিগোর (Indigo)  এক যাত্রীর সঙ্গে বিমানের কর্মীর বচসা শুরু হয়।তিনি বিমানের কর্মী, কারও পরিচারিকা নন। রেগে গিয়ে এমন মন্তব্য করতে শোনা যায় ইন্ডিগোর বিমানসেবিকাকে।

মাঝ আকাশে এহেন বিপত্তি দেখে সেই ভিডিয়ো শ্যুট করেন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইন্ডিগোর কর্মী এবং যাত্রীর মাঝে বচসার ভিডিয়ো।তিনি নিজের চোখে সবটা দেখেছেন। তাই বিমানের কর্মী এবং সংশ্লিষ্ট যাত্রী একে অপরের সঙ্গে কেমন ব্যবহার করেন, তা প্রত্যক্ষ করেছেন বলে জানান গুরপ্রীত সিং হংস নামে ওই ব্যক্তি। জানা যায়, প্রথমে বিমানের এক কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই যাত্রী।এরপরই বিমানসেবিকা ওই যাত্রীর কাছে যান এবং বিমানের কর্মীকে চোখ রাঙানো তাঁর উচিত হয়নি বলে সুর চড়ান। যা নিয়ে দু তরফের মধ্যে জোরদার বিবাদ শুরু হয়ে যায়।