Drunk Man Drives Car In Platform (Photo Credit: X/Screengrab)

ভোপাল, ১০ জুলাই: স্ত্রীর উপর রাগের চোটে প্ল্যাটফর্মে (Platform) গাড়ি (Car) তুলে দিলেন এক যুবক। স্ত্রী (Wife) কেন বাপের বাড়িতে গিয়েছেন, সেই প্রশ্ন করে বেপরোয়া যুবক মদ গলায় ঢেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এরপর সেই গাড়ি তুলে দেন গ্বালিয়রের  ব্যস্ত প্ল্যাটফর্মে। ট্রেনের সঙ্গে প্রতিযোগিতা করতেই ওই যুবক প্ল্যাটফর্মে গাড়ি তুলে দেন বলে জানান। এরপর সেই গাড়ি এসকর্ট করে সাবধানে নিয়ে যেতে দেখা যায় এক পুলিশ কর্মীকে। ওই যুবক যাতে কোনওভাবে প্ল্যাটফর্মের ধার থেকে রেললাইনে পড়ে না যান, পুলিশ তক্কে তক্কে থেকে পাহারা দেয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট রেললাইনে যাতে কোনও ট্রেন এলেও, দুর্ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন।

নীতিন রাঠোর নামে বছর ৩৪-এর ওই যুবককে আরপিএফ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। সেই সঙ্গে নীতিন রাঠোরের গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।

আরও পড়ুন: Scorpio Ran Over Man Video: চাকায় জড়িয়ে নিরাপত্তা রক্ষীকে ফেলে দিল স্করপিও, গরীব মানুষের পা দিল ভেঙে

দেখুন সেই ভিডিয়ো যখন নীতিন রাঠোরের গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ...

 

পুলিশ পাকড়াও করলে কী জানান নীতিন রাঠোর 

পুলিশ মদ্যপ নীতিনকে পাকড়াও করে নিয়ে যায়। ওই সময় তিনি বলেন, তাঁর এই পানাশক্তির জন্য স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন। স্ত্রী বাপের বাড়ি যেতেই নীতিন ঘরে বসে একা মদ্যপান শুরু করেন। নেশার ঘোরে তিনি গাড়ি তুলে দেন প্ল্যাটফর্মে।

আগের ঘটনা ঠিক এমনই  

এই ঘটনার এক সপ্তাহ আগে ভোপাল প্ল্যাটফর্মের উপর দিয়ে একটি গাড়িকে বেশ গতি নিয়েই ছুটতে দেখা যায়। ওই ঘটনার পরপরই পুলিশ চালিয়ে করে তদন্ত শুরু করে।

দেখুন সেই এ সপ্তাহ আগের ভোপাল প্ল্যাটফর্মের ভিডিয়ো...