Babri Mosque Demolition Case Verdict: ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় , আদালতে হাজির থাকতে হবে এল কে আদবানি, উমাভারতীদের
বাবরি মসজিদ (Photo Credit: IANS)

লখনউ, ১৬ সেপ্টেম্বর: ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার (Babri Mosque Demolition Case) রায় দেবে বিশেষ সিবিআই আদালত (Special CBI court)। ওই দিন মামলার সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি এস কে যাদব। ৩২ জন অভিযুক্তর মধ্যে রয়েছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আদবানি (L K Advani), বিজেপি নেতা মুরলি মনোহর জোশী (M M Joshi), উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ও বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti)।

গত মাসে সুপ্রিম কোর্ট এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষ সিবিআই আদালতকে এক মাস সময় দেয়। এর আগে ৮ মে শীর্ষ আদালত বলেছিল, তিন মাসের মধ্যে বিচার শেষ করে ৩১ অগাস্টের মধ্যে রায় দিতে হবে। তবে পরে শীর্ষ আদালত সময় আরও একমাস বাড়ায়। এরপর আরও কিছুটা সময় দেওয়া হয়। তারও আগে গত বছরের ১৯ জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, ৯ মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। সেই সময়সীমা শেষ হয় এ বছরের এপ্রিলে। তারপর আরও পাঁচ মাস বাড়ল সময়সীমা। এই মাসের শুরুতে আদালত ৩২ জন অভিযুক্তর জবানবন্দী রেকর্ড করে মামলার সমস্ত কার্যক্রম শেষ করেছে। আরও পড়ুন: Suresh Raina's Relatives Attacked: ক্রিকেটার সুরেশ রায়নার ২ আত্মীয়ের খুনের ঘটনায় ধৃত ৩ দুষ্কৃতী

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয় বাবরি মসজিদ। এই মামলায় অভিযুক্ত প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতীরা। সুপ্রিম কোর্টের সময়সীমা নির্ধারণ করে দিলেও বিজেপির প্রবীণ রাজনীতিবিদদের সঙ্গে জড়িত সংবেদনশীল মামলাটি দীর্ঘদিন ধরে চলছে। বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো ধ্বংসকে অপরাধ হিসাবেও অভিহিত করেছে সুপ্রিম কোর্ট। যা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ বুনিয়াদকে কাঁপিয়ে দিয়েছিল। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগের মামলা চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট সিবিআই-র আবেদন মঞ্জুর করেছিল। এছাড়া আদবানি এবং অন্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বাতিল করার এলাহাবাদ হাইকোর্টের রায়কে 'ভ্রান্ত' বলে অভিহিত করেছিল শীর্ষ আদালত।