Bridge Collapsed (Photo Credit: X)

Vadodara Bridge Collapse: গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হল। গুজরাটের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভদোদরা-র মহিসাগর নদী সেতু ভেঙে পড়া কাণ্ডে হতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। সেতু ভেঙে পড়ার পর সেখানে পড়ে যাওয়া একজনকে নদী থেকে তুলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেক লড়াইয়ের পর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করলেন। এখনও দুজনের কোনও খোঁজ মিলছে না। প্রধানমন্ত্রী ত্রান তহবিল (PMNRF) থেকে হতদের পরিবারদের প্রত্যেককে ২ লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রী তহবিল থেকে হতদের পরিবারদের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তবহিল মিলিয়ে জখমদের প্রত্যেককে এক লক্ষ টাকা ও বিনামূল্যে চিকিতসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার জেরে গুজরাটে সব সেতুর স্বাস্থ্যপরীক্ষা হবে

এদিকে, ৪৩ বছরের পুরনো এই সেতু ভাঙা কাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে সেই কমিটি এই সেতু বিপর্যয় নিয়ে মুুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে রিপোর্ট জমা দেবেন। এদিকে, দুর্ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল জানান, রাজ্যজুড়ে ৭ হাজারেরও বেশি সেতুর স্বাস্থ্যপরীক্ষা ও অডিট করা হবে।

ভদোদরা ব্রিজ দুর্ঘটনা

দুর্ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

৪জন ইঞ্জিনিয়র সাসপেন্ড

এখনও পর্যন্ত ভদোদরা সেতু বিপর্যয়ে ৪ জন সরকারি ইঞ্জিনিয়রকে অপসারিত করা হয়েছে। ভদোদরা কাণ্ডের পর সতর্কতা হিসেবে ভারুচের ধাদার সেতুতে ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।