দেরাদুন, ২১ অগাস্ট: এবার স্কুলের (School) ভিতরেই শিক্ষককে (Teacher) গুলি করে মারল পড়ুয়া (Student)। ক্লাসের ভিতরে শিক্ষক কেন চড় মারেন, সেই রাগেই প্রকাশ্যে গুলি চালাল ছাত্র। উত্তরাখণ্ডের (Uttarakhand) কাশিপুরের একটি বেসরকারি স্কুলে এমনই একটি ঘচনার জেরে ছড়ায় চাঞ্চল্য।
বুধবার কাশিপুরের শ্রী গুরুনানক সিনিয়র সেকেন্ডারি স্কুলে নবম শ্রেণির এক ছাত্রকে চড় মারেন শিক্ষক। ফিজিক্সের শিক্ষক গগনদীপ কোহলি সিং তাঁরই ক্লাসের এক ছাত্রকে থাপ্পড় মারেন। ওই ঘটনার পর রাগের চোটে ওই পড়ুয়া নিজের টিফিন বক্সে করে বন্দুক ভরে নিয়ে যায় স্কুলে। এরপর স্কুলে গিয়ে গগনদীপ কোহলি সিং নামের ওই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়।
শিক্ষক যখন ক্লাসে ছিলেন, সেই সময় তাঁর পিছন দিক থেকে ছুটি গিয়ে গুলি করে ছাত্র। গুলি লাগে শিক্ষাকের ডান দিকের কাধে। কাধে গুলি বসে গিয়ে গগনদীপ কোহলি সিংয়ের আবস্থা আশঙ্কাজনক হয়ে যায় বলে জানা যায়।
পুলিশি জেরায় ওই পড়ুয়া জানায়, ক্লাসের মধ্যে গগনদীপ কোহলি তাকে বকেছেন পড়া না পারায়। চড়ও মেরেছেন। সেই রাগেই ওই ছাত্র টিফিন বক্সে করে স্থানীয় বন্দুক নিয়ে গিয়ে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার পরপরই নবম শ্রেণির ওই ছাত্রের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। আপাতত ওই পড়ুয়া পুলিস হেফাজতে রয়েছে বলে খবর।