Representational Image (Photo Credits: Pixabay)

ভোপাল, ২০ অগাস্ট: একতরফা ভালবাসা অস্বীকার। আর তার জেরেই শিক্ষিকার (Teacher) গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল পড়ুয়া। ভালবাসার বিপাকে পড়ে এবার এমনই একটি দুর্বিসহ ঘটনা ঘটিয়ে ফেলল ১৮ বছরের এক পড়ুয়া। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল (Bhopal) থেকে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এলে, তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।

রিপোর্টে প্রকাশ, সূর্যাংশ কোচার নামে এক পডুয়া (Student) ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে তার প্রাক্তন স্কুলের এক অতিথি শিক্ষিকার উপর। একদম ব্যক্তিগত ক্ষোভ থেকে সূর্যাংশ ওই শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানাতে পারে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩.৩০ নাগাদ সূর্যাংশ কোচার নামে ওই পড়ুয়া প্রাক্তন শিক্ষকার বাড়িতে ঢুকে পড়ে। হাতে ধরা পেট্রলের বোতল থেকে দাহ্য তেল ছড়িয়ে দেয় শিক্ষিকার উপর।

শুধু তাই নয়, পেট্রল ছড়িয়েই শিক্ষিকার দিকে দেশলাইয়ের জ্বলন্ত কাঠিও ছুঁড়ে দেয় ওই পড়ুয়া। আগুন ধরিয়ে দিয়েই সূর্যাংশ জোর পায়ে দৌঁড়ে শিক্ষিকার বাড়ি থেকে বেরিয়ে যায়। ফলে কেউ তাকে পাকড়াও করতে পারেনি ওই সময়।

সঙ্গে সঙ্গে ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের ১০-১৫ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকরা জানান। তবে ভয়ের কিছু নেই। আপাতত ওই শিক্ষিকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান চিকিৎসকরা।

আরও পড়ুন: Woman Killed Husband: ওয়েব সিরিজ় দেখে খুনের পরিকল্পনা, প্রেমিক, বন্ধুকে দিয়ে স্বামীকে খুন করাল স্ত্রী

পুলিশের কথায়, অভিযুক্তর সঙ্গে শিক্ষিকার পরিচয় ছিল গত ২ বছর ধরে। পরিচয় থেকেই শিক্ষিকার উপর অনুরাগ তৈরি হয় ছাত্রের। কিন্তু তা ছিল পুরোপুরি এক তরফা। শিক্ষিকার দিক থেকে কোনও হ্যাঁ সূচক কথা সূর্যাংশ কখনও শুনতে পায়নি।

তবে বিষয়টি জানাজানি হতেই সূর্য়াংশ নামের ওই পড়ুয়াকে সংশ্লিষ্ট স্কুল থেকে বের করে দেওয়া হয়। ফলে তাকে বাধ্য হয়ে অন্য স্কুলে ভর্তি হতে হয়। ১৫ অগাস্টের অনুষ্ঠানে ওই শিক্ষিকা শাড়ি পরলে, তাঁকে নিয়ে খারাপ, কুৎসিত মন্তব্য করে ওই পড়ুয়া। যা নিয়ে ওই শিক্ষিকা অভিযোগ দায়ের করলে,  সূর্যাংশ পেট্রল নিয়ে হাজির হয় তাঁর বাড়িতে।

এরপর ব্যক্তিগত, ক্ষোভ, আক্রোশ থেকেই ওই শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানতে পারে।