জয়পুর, ১৯ অগাস্ট: ফের স্ত্রীর (Wife) হাতে স্বামীর (Husband) খুনের ঘটনা সামনে এল। এবার ক্রাইম ওয়েব সিরিজ় দেখে স্বামীকে হত্যার পরিকল্পনা করে স্ত্রী। শুনতে অবাক লাগলেও, রাজস্থান থেকে এবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল। যেখানে ক্রাইম ওয়েব সিরিজ় দেখে স্বামীকে খুনের পরিকল্পনা করে স্ত্রী।
রিপোর্টে প্রকাশ, রাজস্থানের (Rajasthan) সন্তোষ দেবীর সঙ্গে পরিচয় হয় ঋষি শ্রীবাস্তব নামে এক যুবকের। একটি পোশাকের কারখানায় কাজের সময় সন্তাষ দেবীর সঙ্গে ঋষি বন্ধুত্ব হয়। এরপর সেই বন্ধুত্ব ক্রমশ গাঢ় হলে, সন্তোষ এবং ঋষি মিলে সন্তোষ দেবীর স্বামী মনোজকে খুনের পরিকল্পনা করে। এরপর ঋষির বন্ধু মোহিত শর্মাও তাদের পরিলকল্পনায় যোগ দেয়।
জানা যায়, সন্তোষ দেবী, ঋষি এবং মোহিত একসঙ্গে বসে ক্রাইম ওয়েব সিরিজ় দেখতে শুরু করে। এরপর একের পর এক অপরাধ-প্রবণ ওয়েব সিরিজ় দেখে মনোজকে খুন করে তারা তিনজন।
গত শনিবার মনোজের ই-রিক্সা ভাড়া করে মোহিত শর্মা। ইস্কন মন্দিরে যাবে বলে। এরপর ইস্কন মন্দিরের আগে মোহিতের সঙ্গে ই-রিক্সায় ওঠে ঋষি। এরপর মন্দিরে না গিয়ে, মরুভূমির কাছে একটি বাগান বাড়ির দিকে তারা রওনা দেয়। এরপর মনোজের গলা চিরে দেয় তারা। কাপড় কাটার ছুরি দিয়ে মনোজের গলা কেটে তাঁকে হত্য়া করে দুজন। এরপর সেখান থেকে পোশাক পালটে, তারা পালিয়ে যায়। এরপর তাঁরা নিজেদের সিম কার্ড পুড়িয়ে ফেলে।
মনোজের খোঁজ না পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এরপর সিসিটিবি ফুটেজ খতিয়ে দেখে মোহিত, ঋষিকে পুলিশ গ্রেফতার করে। মোহিত, ঋষিকে জেরার পর পুলিশ সন্তোষ দেবীকেও পাকড়াও করে। তারপরই খুনিদের গোটা পরিকল্পনা প্রকাশ্যে আসে।