River In Uttarakhand (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৯ অগাস্ট: পরপর দুবার মেঘভাঙা (Uttarakhand Cloudburst) বৃষ্টি। যার জেরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি বিপর্যস্ত। রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টির জেরে বেশ কয়েকজন বাড়ি, ঘরে আটকে পড়তে পারেন বলে আশঙ্কা। ফলে গ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। রুদ্রপ্রয়াগ (Rudraprayag) যখন মেঘভাঙা বৃষ্টির পর ভয়ে কাঁপছে, সেই সময় চামোলির ছবি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল।

চামোলিতে এক নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জল বাড়ছে। শুধু তাই নয়, নদীর জল আপাতত চরম বিপদসীমার উপর দিয়ে বহু জায়গায় বইতে শুরু করেছে। ফলে নীদর পাড়ে যে সমস্ত বাড়ি, ঘর রয়েছে, সেখানকার মানুষরা যাতে শিগগিরই সরে যান, প্রশাসনের তরফে বার বার আবেদন জানানো হচ্ছে।

রুদ্রপ্রয়াগ এবং শ্রীনগর সংযোগকারী বদ্রীনাথ জাতীয় সড়ক ভেসে গিয়েছে ইতিমধ্যেই। অলকানন্দীর জল বিপদসীমায় বইছে। ফলে অলকানন্দা নদীর জল চরম সীমা পার কের লোকালয়ে ঢুকতে শুরু করেছে। যার জেরে শ্রীনগর-রুদ্রপ্রয়াগ জাতীয় সড়ক আপাতত জলের তলায়। যাতায়াতের জন্য মানুষ যাতে ওই জাতীয় সড়ক ব্যবহার না করেন, সে বিষয়ে প্রশাসনের তরফে একাধিকবার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: Cloudburst In Uttarakhand: আকাশ 'দানবের' হামলা, রুদ্রপ্রয়াগ, চামোলিতে নেমে এল বিভীষিকা, মেঘভাঙা বৃষ্টির পর জল, কাদার স্রোতে আটকে অনেকে, আশঙ্কা, দেখুন ভিডিয়ো

দেখুন অলকানন্দা নদীর জল কীভাবে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। ভাসিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় সড়ক...

 

অলকানন্দা-সহ একাধিক নদীর জল যখন বাড়ছে, সেই সময় ধ্বসও নামতে শুরু করেছে। ফলে ধ্বসের জেরে একাধিক রাস্তা আটকে পড়েছে। পাশাপাশি ধ্বস কবলিত এলাকায় যাতে কেউ নতুন করে আটকে না পড়েন, সেদিকে প্রশাসনের তরফে কড়া নজর রাখা হয়েছে।

দেখুন মেঘভাঙা বৃষ্টির পর চামোলিতে কীভাবে ধ্বস নামতে শুরু করেছে...

 

এক নাগাড়ে বৃষ্টিতে মন্দাকিনির জল কীভাবে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে দেখুন...