Cloudburst In Rudraprayag (Photo Credit: PTI/X)

দিল্লি, ২৯ অগাস্ট: বিপর্যয় যেন থামছেই না। বিপর্যয় গ্রাস করেছে উত্তরাখণ্ডকে (Cloudburst In Uttarakhand)। হিমালয়ের কোলে যে সুন্দর রাজ্য, সেখানে যেন আকাশ দানব নেমে আসতে শুরু করেছে। তার জেরেই চরম বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ড। এবার রুদ্রপ্রয়াগে শুরু হল মেঘভাঙা বৃষ্টি।

রুদ্রপ্রয়াগ (Rudraprayag) এবং চামোলিতে (Chamoli) বৃহস্পতিবার রাত থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। ফলে শুরু হয় বৃষ্টি। এক নাগাড়ে মেঘভাঙা বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগের বাসুকেদার তেহশিলে বিপর্যয় নেমে আসে। জল, কাদার স্রোত যখন পাহাড়ের উপর থেকে নীচে নেমে আসতে শুরু করে, সেই সময় বহু ঘর, বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। নদীর জল ঢুকতে শুরু করে বহু বাড়িতে। সেই সঙ্গে কাদার স্রোতের নীচেও ঘর, বাড়ি চাপা পড়তে শুরু করে। ফলে বাসুকেদার তেহশিলে বেশ কিছু বাড়ি, ঘর ক্ষতিগ্রস্থ হলে, ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে থাকতে পারেন বলে অনুমান।

রুদ্রপ্রয়াগ থেকে যে ছবি উঠে এসেছে, তা দেখে আশঙ্কা জাগতে শুরু করেছে। নদীর জল এবং কাদার স্রোতের ঢেউয়ে কতজন নিজেদের বাড়ি, ঘরের মধ্যে আটকে পড়েছেন, সে বিষয়ে খোঁজ, খবর শুরু হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Himachal Pradesh Flood Video: খরস্রোতা বিপাশার বিপুল স্রোতের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে মন্দির, সেখানেই স্থির চিত্তে স্তব্ধ এক পুরোহিত, কুলুর ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে

দেখুন সেই সেই ভিডিয়ো যখন রুদ্রপ্রয়াগ নিয়ে প্রশাসনের আশঙ্কা বাড়তে শুরু করেছে...

 

রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি শুরু হতেই, তা নিয়ে তৎপর হয়ে পড়েন উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেন, রুদ্রপ্রয়াগ থেকে মেঘভাঙা বৃষ্টির খবর মিলছে। চামোলি জেলার দেভাল গ্রামে বেশ কয়েকটি পরিবার আটকে পড়েছেন। যে খবর পেতেই শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রশাসনের তরফে সবদিকে নজর রাখা হয়েছে। উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করে যাতে আটকে পড়া পরিবারগুলিকে উদ্ধার করা য়ায়, সেদিকে নজর রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

যে ঘটনা রুদ্রপ্রয়াগ এবং চামোলিতে ঘটেছে, সেখান থেকে যাতে প্রত্যেকটি মানুষকে নিরাপদে উদ্ধার করা যায়, সেই প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।