Hanuman Temple In Kullu (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৮ অগাস্ট: হিমাচল প্রদেশ (Himachal Pradesh Flood) কার্যত তছনছ হয়ে যাচ্ছে এক নাগাড়ি বৃষ্টিতে। কখনও মেঘভাঙা বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি ঘর আবার কখনও বিপাশা নদী ভয়ঙ্কর গতি এবং স্রোত দেখলে বুকে কেঁপে উঠবে আপনার।

হিমালয়ের কোলে অবস্থিত হিমাচল প্রদেশের পরিস্থিতি প্রত্যেকবারের মত এবারও খারাপ হয়ে উঠতে শুরু করেছে একটানা বৃষ্টিতে। এবার নতুন করে বৃষ্টির জেরে হিমাচলে বিপর্যয় নেমে আসে, সেই সময় প্রকাশ্যে এল একটি ভিডিয়ো।

যে ভিডিয়ো দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, শত ধ্বংসের মাঝেও ঈশ্বরের কৃপাদৃষ্টি রয়েছে মানুষের মাথায়। তাইতো কুলুতে যখন ভয়ঙ্কর গতি নিয়ে বিপাশা নদী (Beas River) বয়ে যাচ্ছে, সেই সময় তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির।

কুলুর (Kullu Hanuman Temple) হনুমান মন্দিরের পাশ দিয়ে যখন প্রবল স্রোতে বিপাশা বয়ে যাচ্ছে, সেই সময় ঠিক তার পাশে নির্বিকার চিত্তে, একমনে নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক পুরোহিতকে।

আরও পড়ুন: Himachal Pradesh Flood: হিমাচলের ভয়ঙ্কর পরিস্থিতি, 'গিলে খাচ্ছে' বিপাশা, রবি নদী

নদীর গর্জন, তর্জন যেন কোনও কিছুই ওই পুরোহিতকে স্পর্শ করছে না। তিনি নির্বিকার চিত্তে চুপ করে মন্দিরের বাইরের অঙ্গেন দাঁড়িয়ে রয়েছেন। স্থির চিত্তে তাকিয়ে রয়েছেন খরস্রোতা নদীর দিকে। আর নদীর জল যেন কোনওভাবে মন্দিরের চাতাল পর্যন্ত স্পর্শ করতে পারছে না।

বিপাশা নদী যখন হু হু করে প্রবল বেগে বয়ে যাচ্ছে, তখন মন্দিরকে স্পর্শ করে ওই নদীর ঢেউ এগিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তবে মন্দিরে প্রবেশ করতে পারছে না খরস্রোতা নদীর জল। কুলু থেকে এবার এমনই একটি ভিডিয়ো সামনে আসে। যা দেখলে আপনার চোখের পাতা পড়বে না।

দেখুন সেই ভিডিয়ো যখন বিপাশা নদীর জল স্পর্শ করে যাচ্ছে হনুমান মন্দির আর সেখানে স্থির চিত্তে দাঁড়িয়ে এক পুরোহিত...

 

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা, ধস শুরু হয়েছে. জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব। উরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, একের পর এক রাজ্যে বিপদ ঘনিয়ে আসছে একনাগাড়ে বৃষ্টির জেরে।