দেরাদুন, ২৫ জানুয়ারি: হরিদ্বারে (Haridwar) কুম্ভমেলার (Kumbh Mela 2021) প্রস্তুতি তুঙ্গে। রবিবার কুম্ভমেলা শেষ পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat )। লাল থাপ্পাড় ফ্লাইওভারও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ফ্লাইওভার পরিদর্শনে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে এদিন ছিলেন মন্ত্রীসভার সদস্য মদন কৌশিক এবং মুখ্যসচিব ওম প্রকাশ। লাল থাপ্পাড় ফ্লাইওভার ছাড়াও সুখি নদীর সেতু, আস্থা পথ, গৌরিশঙ্কর আইল্যান্ড, বৈরাগী ক্যাম্প ব্রিজ, রানীপুর ঝাল সেতু এবং চৌধুরি চরণ সিং ঘাট। আরও পড়ুন: Vicky Kaushal’s Uri: ২৬ ডিসেম্বর আরও একবার বড় পর্দায় মুক্তি পাবে ভিকি কৌশলের উরি
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজে টুইট করে এই পরিদর্শনের কথা জানান। একাধিক জায়গায় কুম্ভমেলা উপলক্ষ্যে নির্মাণকাজ চলছে। সেগুলিও খতিয়ে দেখেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে বলে জানান ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কুম্ভমেলা উপলক্ষ্যে হরিদ্বারে যারা তীর্থ করতে আসছেন, তাদের যাতে কোনওরকম কোনও সমস্যা না হয়, সেটি খতিয়ে দেখা হচ্ছে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।
आज देहरादून-हरिद्वार की दूरी कम करने के उद्देश्य से बनाए जा रहे लालतप्पड़ फ्लाई ओवर तथा महाकुंभ-2021 की तैयारियों के संबंध में कुंभ क्षेत्र, हरिद्वार के विभिन्न स्थलों का निरीक्षण किया और अधिकारियों व कर्मचारियों से कार्यों की प्रगति की जानकारी ली। #MahaKumbh2021 pic.twitter.com/izfB2sJP4B— Trivendra Singh Rawat (@tsrawatbjp) January 24, 2021
১১ মার্চ থেকে হরিদ্বারে শুরু হচ্ছে কুম্ভমেলা, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সাড়ে তিন মাস ধরে প্রতি বছর চলে কুম্ভমেলা। তবে এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৪৮ দিনের মধ্যে কুম্ভমেলা সম্পন্ন হবে। কোভিড-১৯ সংক্রমণের কথা মাথায় রেখেও সমস্ত জরুরি পদক্ষেপ মেলা চত্বরে নেওয়া হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখছে রাজ্য সরকার।