ছবিটি প্রতীকী (Photo Credits: Facebook)

বারাণসী, ৪ জুলাই: জন্মদিন পালনের জন্য বাবার কাছে ২ হাজার টাকা আবদার করেছিল ছেলে। তা না মেলায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজঘাটের মালভিয়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করে কিশোর। ছেলেকে ঝাঁপ দিতে দেখে, বাবাও গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে। শনিবার বারাণসীতে এই ঘটনাটি ঘটে।

ব্রিজের নীচে থাকা ব্যক্তিরা বাবাকে উদ্ধার করে বাঁচালেও, কিশোরকে খুঁজে পাওয়া যায়নি। কিশোরের দেহ খুঁজতে পুলিশ এবং এনডিআরএফ বাহিনী তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, মনোজ কেশরীর ছেলে অশ্বিনী কেশরী জন্মদিন উদযাপন করার জন্য ২ হাজার টাকা নগদ চেয়েছিল। তা দিতে রাজি না হওয়ায় অশ্বিনী ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে ঘাটের দিকে চলে যায়। রাগের মাথায় ওপরের ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে। আরও পড়ুন, ছেলের প্রাক্তন স্ত্রী-কে বিয়ে করল বাবা, প্রাক্তন স্ত্রী-র সন্তান এখন সম্পর্কে ভাই

ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাবাও। ওঁনাকে উদ্ধার করা গেলেও। ছেলের দেহ মিলছে না। মনোজবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বারাণসীতে মুদির দোকান চালান বলে জানা যায়।