Image used for representational purpose only Photo Credits: Twitter/ Olivier Delfour

লখনউ, ২০ অগাস্ট: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবি। যোগী আদিত্যনাথের রাজ্যে বারবার স্বাস্থ্য ব্যবস্থার করুণ যে খবর উঠে আসে, তেমনই এক অবাক করে দেওয়া খবর ফের হল। ফারুকাবাদে রাম মনোহর লোহিয়া হাসপাতালে (Ram Manohar Lohia Hospital ) এক গর্ভবতী মহিলার সন্তান প্রসব হল হাসপাতালের বারন্দায়। সবাই দেখলেন হাসপাতালের করিডরে চলছে মহিলার ডেলিভারি। হাসপাতালের বারন্দা ভেসে গেল রক্তে। রক্তের মাঝে হাসপাতালের বারন্দার মেঝেতে জন্ম বিল সদ্যোজাত।

পুরো ঘটনা মোবাইলে ক্য়ামেরাবন্দি করে সাংবাদিকদের পাঠিয়ে দেন এক ব্যক্তি। আর তারপরেই সব মহলে নিন্দা শুরু হয়ে যায়। টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের করিডোরে যখন প্রসব করেন ওই মহিলা, তখন রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। একটু দূরে শুয়ে সদ্যোজাত। তাকে জড়ানো একটুকরো কাপড়ও রক্তে ভেজা। কিছুক্ষণ পরেই সেখানে দেখা যায় মহিলার এক আত্মীয়া এসে শিশুকে ভালো করে কাপড়ে জড়িয়ে নিলেন। সব দিক থেকেই পুরো ঘটনায় চিকিৎসাকর্মীদের গাফলতি পরিষ্কার নজরে এসেছে। আরও পড়ুন-উত্তরপ্রদেশে চার দিনের শিশুর মৃত্য়ুতে কাঠগড়ায় যোগী আদিত্যনাথের সরকার

ডাক্তাররা বলছেন, হাসপাতালে কোনও বেড খালি ছিল না, তাই বাধ্য হয়ে করিডরেই ডেলিভারি করতে হয়। অভিযোগ, ডাক্তার-নার্সরা জোর করে মহিলাকে হাসপাতালের করিডরে নিয়ে গিয়ে সন্তানের ভূমিষ্ঠ করান। মোবাইল ক্যামেরা থেকে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৭ সালে এই হাসপাতালেই এক মাসে ৪৯টি শিশু মৃত্য়ুর ঘটনা ঘটেছিল। এরপর পূর্ব উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু মিছিলের ঘটনা ঘটে। চলতি বছর জানুয়ারিতে উত্তর প্রদেশে ঝালুন জেলায় এক গর্ভবতী মহিলাকে ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। রাস্তার ধারে দাঁড়িয়েই মহিলা সন্তানের জন্ম দিয়েছিলেন।

গত মাসে বারেলিতে চার দিনের এক শিশু মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় উঠেছিল উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো। শ্বাসকষ্টের সমস্যায় ভোগা সেই চারদিনের শিশুটিকে কোনও বিভাগে ভর্তি করা হবে, সেই সিদ্ধান্তটা নিতে সরকারী হাসপাতাল কর্তৃপক্ষের তিন ঘণ্টা লেগে যাওয়ায়, শিশুটা মারা যায়।

এখানেই কাঠগড়ায় উঠে যোগীর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশার ছবি সামনে এসেছিল। মৃত চার দিনের শিশুটির নাম রাখা হয়েছিল উর্বশীর। ফুটফুটে উবর্শীর মৃত্যু দেখিয়ে দিয়ে গেল উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবার খারাপ অবস্থার ছবিটা।