খাঁচাবন্দি পঞ্চম নেকড়ে (ছবিঃX)

নেকড়ের তাণ্ডব (Wolf Attack) অব্যাহত উত্তরপ্রদেশে! আবারও উত্তরপ্রদেশের বাহরাইচে-র মাহাসি গ্রামে ভয়ঙ্কর নেকড়ের আক্রমণে  দুই মহিলা গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গত দু সপ্তাহ ধরে একের পর এক বন্য পশুর আক্রমণের ঘটনা ঘটছে উত্তর প্রদেশে।বন্য পশুর আক্রমণে আতঙ্কিত কানপুর সংলগ্ন গ্রামগুলিও।এখনও পর্যন্ত নেকড়ের আক্রমণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। নিরাপত্তা দ্বিতে রাস্তায়-রাস্তায় ক্যামেরা লাগানো হয়েছে। ড্রোনের সাহায্যে নেকড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫টি নেকড়েকে আটক করা সম্ভব হয়েছে

নেকড়ের  আক্রমণে আহত দুই মহিলার একজনের নাম গুড়িয়া, তিনি  বলেন, "রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছিল। আমি শুয়ে ছিলাম, আমার বাচ্চা আমার সঙ্গেই ঘুমিয়ে ছিল। হঠাৎ নেকড়েটি এসে আমার ঘাড় ধরে। আমি চিৎকার করে পালাতে থাকি। আমার আওয়াজ শুনে সবাই ছুটে আসে।" অন্য কোন পশুর সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি নিশ্চিত করে বলেন " আমি নিশ্চিত এটা  একটা নেকড়ে ছিল..আর বাড়ির দরজা খোলা ছিল তাই সহজেই ঢুকে পড়েছিল"

 আরেক আহত ভুক্তভোগী মুকিমা বলেন, " রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। আমি আমার বাড়ির বাইরে বসে ছিলাম তখনই নেকড়েটি এসে আমার ঘাড় ধরে। আমি চিৎকার করছিলাম। অন্ধকার ছিল, তাই আমি কিছুই দেখতে পারিনি। আমার চিৎকার শুনে। সবাই আমার কাছে ছুটে আসে"