Victory stories of Indian forces (Photo Credit: x@ANI)

পহেলগাঁও হামলার জবাবে ভারতের 'অপারেশন সিদুঁর' (Operation Sindoor) এর প্রত্যাঘাতে ছারখার হয়েছে পাকিস্তান! পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। হয়েছে সংঘর্ষ বিরতি। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না থামানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রেক্ষিতে সেনাবাহিনীর এই হার না মানা অপারেশনকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে দেশ জুড়ে চলছে উদযাপন।

গত মঙ্গলবার থেকে আগামী ১০ দিন ধরে সারা দেশে ‘তেরঙা যাত্রা’ (BJP Tiranga Yatra) শুরু করেছে বিজেপি। ১৩ থেকে ২৩ মে পর্যন্ত চলবে ‘তেরঙা যাত্রা’।এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন প্রান্তে তেরঙা হাতে মিছিল করবে বিজেপি। এতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ থাকবে বলে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে ‘প্রধানমন্ত্রী মোদির অটল সংকল্প, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দৃঢ় প্রতিজ্ঞার বার্তা’।

এরই মাঝে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে অনন্য উপায়ে সেনাদের শুভেচ্ছা জানাল মোরাদাবাদ পৌর কর্পোরেশন (Moradabad Municipal Corporation)। কর্পোরেশন কর্তৃক নির্মিত যুদ্ধ জাদুঘরে সমস্ত বড় যুদ্ধ এবং সন্ত্রাসী অভিযানে ভারতীয় বাহিনী এবং অন্যান্য ভারতীয় বীরদের বিজয়গাথা প্রদর্শিত হবে চলতি সপ্তাহে। যা এক প্রকার উদযাপনেরই অংশ।