উত্তর প্রদেশের মিরাটের এক বৃদ্ধাকে ছেলের মৃতদেহ নিয়ে গাড়িতে করে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে হয়েছে। কারণ, শ্মশানে যাওয়ার জন্য কোনও গাড়ি খুঁজে পাননি বৃদ্ধা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই মহিলা তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে, ঠেলাগাড়িতে মৃতদেহ নিয়ে লোকজনের কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্যের আবেদন করছেন। জানা গিয়েছে, মঙ্গলবার মৃত রাজু মদ্যপ অবস্থায় একটি মদের দোকানের কাছে পড়ে ছিল। তার মা ও ছোট ভাই তাকে খুঁজতে আসার আগে ঘণ্টার পর ঘণ্টা তার লাশ সেখানেই ছিল। রাজুর দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি না পেয়ে তা একটি ঠেলাগাড়ির উপর রেখে এলাকা জুড়ে টেনে নিয়ে যায় তারা। রাজুর দেহ শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে পথচারীদের কাছে আর্থিক সাহায্য চান তাঁরা। Jharkhand Shocker: ডাইনি বিদ্যা অনুশীলনের অভিযোগে বৃদ্ধকে কুপিয়ে খুন, ঝাড়খণ্ডে ধৃত ৭
In Meerut, UP, an elderly mother kept roaming around carrying the dead body of her young son on a cart. She was asking people for money for the last rites but no one helped. Outpost In-charge Amit Malik helped the elderly mother and performed the last rites. pic.twitter.com/vf2fjnYGh8
— iMayankofficial 🇮🇳 (@imayankindian) September 6, 2023
কোনও সাহায্য না পেয়ে হতাশ মা-ছেলে পাশের পুলিশ থানার দ্বারস্থ হন। পুলিশের এসআই অমিত কুমার মালিক অর্থ সংগ্রহ ও নিহতের শেষকৃত্য পরিচালনা করে পরিবারকে সহায়তা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারটি ইটাওয়া জেলার বাসিন্দা এবং শ্রমিকের কাজ খোঁজার জন্য মিরাটে স্থানান্তরিত হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মেরঠের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অখিলেশ মোহন (সিএমও) মৃতদের শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেন কোনও গাড়ি ছিল না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ডাঃ মোহন বলেন, 'আমাদের জেলার সব হাসপাতালেই কানেকশানের গাড়ি পাওয়া যায়। এ ধরনের কোনো মামলা এলে আমরা তাদের (পরিবারের) কাছে গাড়ি পৌঁছে দেই। আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি এবং রিপোর্ট পাওয়ার পর আমরা কথা বলব।'