দিল্লি, ৩ সেপ্টেম্বর: কুকুর (Stray Dog) নিয়ে একটি অদ্ভুদ ঘটনা সামনে এল। যেখানে ৮ বছরের এক শিশুকে (Child) একটি কুকুর কামড়ে দেয়, তারপর ওই চারপেয়ের সঙ্গে যা হয়, তা বেশ অস্বস্তিকর এবংভয়াবহ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওতে এমনই একটি ঘটনা ঘটে গেল, যা শুনলে শিউরে উঠবেন আপনিও।
রিপোর্টে প্রকাশ, উন্নাওতে বছর আটের এক শিশুকে রাস্তার কুকুর কামড়ে দেয়। প্রথমে ওই শিশুটিকে তাড়িয়ে নিয়ে যায় কুকুরটি,তারপর কামড়াতে শুরু করে। ফলে শিশুটি কার্যত ক্ষতবিক্ষত হয়ে যায়।
অদ্ভুদ একটি ঘটনা ঘটে গেল উন্নাওতে...
उन्नाव से हौरान कर देने वाला मामला सामने आया है. जहां 8 साल के बच्चे को कुत्ते ने दौड़ाया और उसे काट लिया. उसके बाद गुस्साए पिता ने कुत्ते को पहले जमकर पीटा फिर कुत्ते का जबड़ा फाड़कर उसे मार डाला. कुत्ते का जबड़ा चीरते और दर्द से कराहते वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है.… pic.twitter.com/zTZQhKVk0P
— ABP News (@ABPNews) September 2, 2025
নিজের সন্তান যখন কুকুরের কামড়ের যন্ত্রণায় ছটপট করছে, সেই সময় প্রতিশোধ নিলেন বাবা। যে কুকুরটি ওই শিশুটির শরীরে কামড় বসায়, তাকে ধরে প্রথমে মারধর করেন সংশ্লিষ্টি ব্যক্তি। মারধরের পর কুকুরের চোয়াল ধরে তিনি ছিঁড়ে ফেলেন। চরম অত্যাচারের ফলে কুকুরটি চিৎকার করতে করতে সেখানেই কার্যত নিস্তজ হয়ে যায়।
উন্নাওয়ের ওই ঘটনা অনেকেই মোবাইল ফোনে রেকর্ড করেন। ফলে কুকুরকে প্রথমে মারধর, তারপর তার চোয়াল ধরে ছিঁড়ে ফেলার ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়।
ওই ঘটনা নিজেদের চোখে দেখে অনেকেই বিশ্বাস করতে পারেননি। ফলে মারধরকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে।
জানা যায় উন্নওয়ের দহি থানার পুলিশের কাছে দায়ের করা হয় অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।