দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে বেড়ে চলা যৌন হেনস্থা, ধর্ষণের ঘটনায় রাশ টানতে এবার বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রাজ্য মহিলা কমিশনের (Uttar Pradesh Women Commission) তরফে জানানো হয়েছে, মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না কোন পুরুষ দর্জি (Male Tailor)। এমনকি মহিলাদের চুলও কোন পুরুষ নাপিত কাটতে পারবেন না। মহিলাদের পোশাকের মাপ নেওয়া কিংবা চুল কাটা একমাত্র মহিলা দর্জি এবং নাপিতরাই করতে পারবেন।
গত ২৮ অক্টোবর লখনউয়ে (Lucknow) উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের (Uttar Pradesh Women Commission) সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান বৈঠকে প্রস্তাবটি রাখেন। তিনি জানান, মহিলাদেরকে 'খারাপভাবে স্পর্শ' থেকে রক্ষা করা এবং পুরুষদের 'খারাপ উদ্দেশ্যকে' বাধা দেওয়ার জন্যে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। প্রস্তাবে বলা হয়, একমাত্র মহিলা দর্জিরাই মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন। সেই সঙ্গে দোকানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরাও।
বৈঠকে উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশন (Uttar Pradesh Women Commission) মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। সেলুন কিংবা পার্লারে মহিলা গ্রাহকদের কেবল মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। জিম (GYM) এবং যোগা (Yoga) প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের জন্যে মহিলা প্রশিক্ষক রাখতে হবে। এছাড়াও স্কুল বাসে পুরুষ নিরাপত্তা কর্মীদের পাশাপাশি মহিলা নিরাপত্তা কর্মীও নিয়োগ করার পরামর্শ দিয়েছে কমিশন। কর্মক্ষেত্র এবং রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রেও বিশেষভাবে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান।