দিল্লি, ১০ নভেম্বর: উত্তরপ্রদেশে (Uttar Pradesh)কাশগঞ্জে পুলিশ (Police) হেফাজতে এক যুবকের মৃত্যু ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, লকাপের মধ্যে নিজের গলায় ফাঁস কদিয়ে আত্মহত্যা (Suicide) করেন বছর ২২-এর আলতাফ নামে ওই যুবক। যদিও আলতাফের বাবা পুলিশের দাবিকে নস্যাৎ করে দেন।
आज दिनाँक 9.11.21 को जनपद के थाना कोतवाली कासगंज में बंदी की मृत्यु होने के संबंध में #SP @kasganjpolice द्वारा लापरवाही बरतने पर 5 पुलिसकर्मियों को निलंबित करने की कार्यवाही की गई है, प्रकरण में की जा रही अन्य कार्यवाही के संबंध में पुलिस अधीक्षक द्वारा दी गयी बाइट । pic.twitter.com/EvMnLA9ozG
— KASGANJ POLICE (@kasganjpolice) November 9, 2021
আলতাফের বাবার দাবি, তাঁর ছেলের মৃত্য়ুর ঘটনায় অন্য কোনও রহস্য লুকিয়ে। তাঁর ছেলে আত্মহত্যা করতে পারেন না বলেও দাবি করেন আলতাফের বাবা। আলতাফের বাবার অভিযোগ, তাঁর ছেলের আটকের পর থেকেই পুলিশ তাঁকে শাসাতে শুরু করে। পুলিশ হেফাজতে এমন কী হল যে তার জন্য আলতাফের মৃত্যু হল, সে বিষয়ে তদন্ত করা হোক বলে দাবি করেন মৃতের বাবা।
আরও পড়ুন: BJP: শুভেন্দুর বিরুদ্ধে বিষোদগার, শৃঙ্খলাভঙের অভিযোগে দল থেকে বহিষ্কার বিজেপি নেতা
জানা যায়, এক তরুণীকে অপহরণের অভিযোগে আলতাফকে আটক করে পুলিশ। পুলিশ হেফাজতে থাককালীন আলতাফ শৌচাগারে গেলে, কিছুক্ষেণের মধ্যে তাঁর কোনও শব্দ মেলেনি। এরপর পুলিশ শৌচাগারের দরজা ভাঙলে সেখান থেকে উদ্ধার করা হয় ওই যুবকের (Youth) মৃতদেহ।