Uttar Pradesh: মা শাকুম্ভরী বিশ্ববিদ্যালয়, যোগীর রাজ্যে সাহারানপুর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ
প্রতীকী ছবি (Photo Credits: unsplash.com)

লখনউ, ২০ আগস্ট: সাহারানপুর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের (Saharanpur State University) নতুন নামকরণ করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার৷ এখন নতুন নাম মা শাকুম্ভরী বিশ্ববিদ্যালয় (Maa Shakumbhari University)৷ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম বদলের বিল গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধান সভায় পাস হয়ে গেছে৷ এপরেই এক বিজ্ঞপ্তিতে উপমুখ্যমন্ত্রী দীণেশ শর্মা জানান, শাকুম্ভরীদেবীর প্রাচীন মন্দির রয়েছে সাহারানপুরেই৷ যেটি ভারতের গুরুত্বপূর্ণ শক্তিপীঠগুলির একটি৷ তাই সাহারানপুর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়কে মা শাকুম্ভরীদেবীর নামে উৎসর্গ করল রাজ্যসরকার৷ মূলত স্থানীয় বাসিন্দাদের ভাবাবেগকে প্রাধান্য দিয়েই, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ হল মা শাকুম্ভরী বিশ্ববিদ্যালয়৷ আরও পড়ুন-Piloo Bhattacharya Dies: সাতসকালে দুঃসংবাদ, প্রয়াত সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য

বলা বাহুল্য, উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল৷   সৌজন্য করোনা প্রোটোকল৷ তাই বাদল অধিবেশনেই পাস হয়ে যায় State Universities (Amendment) Bill 2021 এই বিল৷